রাজ্যের বকেয়া নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, মোদি ঢুকলেনই না রাজনৈতিক পরিবৃত্তে

কোভিড-১৯ টেস্টিংয়ের অত্যাধুনিক মেশিন কোবাসের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের লড়াই তথা মহামারীর তহবিল থেকে শুরু করে আমফানের ত্রাণের টাকা এমনকী রাজ্যের বকেয়া টাকার দাবি জানিয়েছেন। রীতিমতো তথ্য পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, পাওনা টাকা না পেলে লড়াই কঠিন হয়ে যাচ্ছে। যদিও তিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কোনও দাবি-দাওয়ার জবাব দিলেন না, কোনও প্রতিশ্রুতিও দিলেন না। তিনি রইলেন করোনার লড়াই, ভারতের শ্রেষ্ঠত্ব নিয়ে এবং পরামর্শ দিলেন ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্ক থাকতে। তাহলে মুখ্যমন্ত্রীর দাবির ভবিষ্যৎ কী হবে? দিল্লির ওয়াকিবহাল মহল বলছে, নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীর অফিস থেকে এ নিয়ে কথা হবে রাজ্যের সঙ্গে। আজকের অনুষ্ঠান এই বিষয় নিয়ে কথা বলার জায়গা ছিল না বলেই প্রধানমন্ত্রী কোনও কথা বলেননি। আবার মুখ্যমন্ত্রী জেনে বুঝেই এই প্ল্যাটফর্মে রাজ্যের পাওনার কথা তুলে বঞ্চনার কথা সামনে এনেছেন।

Previous articleঅভিভাবকহীন ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই সভাপতি পদে মেয়াদ শেষ সৌরভের
Next articleরাজ্যে করোনা আক্রান্ত পেরোলো ৬০ হাজার, মৃত্যু দেড় হাজার ছুঁইছুঁই