31 অগাস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন, সঙ্গে সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন : মুখ্যমন্ত্রী

31 অগাস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন চলবে। সঙ্গে সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন। মঙ্গলবার, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 48 ঘণ্টা একটানা লকডাউন করে চেন ব্রেক করার চেষ্টা করা হচ্ছে।
শনি ও রবিবার পরপর লকডাউন করা হবে। 31 অগাস্ট পর্যন্ত প্রত্যেক রবিবার সম্পূর্ণ লকডাউন হবে। কিন্তু শনিবার কোনও উৎসব পড়লে তার বদলে বিকল্প দিনে লকডাউন হবে। এই শনিবার বকরি ঈদ। সেই কারণে এই সপ্তাহে শুধুমাত্র বুধবার সম্পূর্ণ লকডাউন । পরের সপ্তাহ থেকে দুদিন করে লকডাউন হবে। এই বিষয়ে তালিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
2 ও 5, 8 ও 9, 16 ও 17, 23 ও 24 এবং 31
এই দিনগুলোতে সম্পূর্ণ লকডাউন থাকবে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Previous articleসেতু ভেঙে জলপাইগুড়িতে মৃত ২
Next article“মুখ্যমন্ত্রীর অসহযোগিতার অভিযোগে অবাক”, চিঠি লিখলেন রাজ্যপাল