টাইমস স্কোয়ার হবে ভার্চুয়াল অযোধ্যা, হবে মিষ্টি বিতরণ, ৫ আগস্টে ঠাসা কর্মসূচি মার্কিন মুলুকে

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে আগামী ৫ আগস্ট ঠিক যে মুহুর্তে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই ভগবান রাম এবং অযোধ্যা মন্দিরের থ্রিডি ছবি ফুটে উঠবে সুদূর মার্কিন মুলুকের নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে৷ ওই দৃশ্য দেখবেন গোটা দুনিয়ার অসংখ্য মানুষ৷

ঠিক এই আয়োজনই করেছে আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটি৷ কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি বলেছেন,ঐতিহাসিক যে মুহূর্তে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, ঠিক সেই সময়েই আমেরিকার মানুষজন তাঁদের প্রিয় টাইমস স্কোয়ারে ভগবান রাম ও অযোধ্যা মন্দির দর্শন করতে পারবেন। শেওয়ানি জানিয়েছেন, টাইমস স্কোয়ারের সব বিলবোর্ড এই অনুষ্ঠানের জন্য ভাড়া করা হয়ে গিয়েছে। থাকছে দৈত্যাকার ন্যাসডাক স্ক্রিন এবং ১৭,০০০ বর্গফুট বিশিষ্ট একটি LED ডিসপ্লে স্ক্রিন৷ এই স্ক্রিনে পর পর সব ছবি দেখানো হবে। বর্ণনা করা হবে রাম মন্দিরে ইতিবৃত্তান্ত।

জানা গিয়েছে, ৫ আগস্ট সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত হিন্দি ও ইংরেজিতে ‘জয় শ্রী রাম’ শব্দটি ফুটে উঠবে LED স্ক্রিনে৷ সারাদিন ধরে বিলবোর্ডে দেখানো হবে ভগবান রামের নানা ছবি এবং ভিডিও। দেখানো হবে রাম মন্দিরের নকশা ও স্থাপত্যের থ্রি-ডি প্রতিকৃতি। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদির ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবিও প্রতিমুহুর্তে দেখানো হবে। ৫ আগস্ট বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাইমস স্কোয়ার হয়ে যেতে পারে ভার্চুয়াল অযোধ্যা নগরী৷
এখানেই শেষ নয়, আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়রা মিষ্টি বিতরণ করতে ৫ আগস্ট টাইমস স্কোয়ারে জড়ো হবেন৷ প্রধানমন্ত্রী মোদির জন্যেই এই দিনটি এসেছে তাই আমরা এটা দারুণ ভাবে উদযাপন করতে চাই।”

Previous articleপ্রাণের সন্ধানে পারসিভের‍্যান্সের মঙ্গল যাত্রায় সামিল বাঙালি
Next articleফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারাপীঠ মন্দির