BREAKING:৭ অগাস্ট রাজ্যের জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ

৭ অগাস্ট শুক্রবার রাজ্যের জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশিত হচ্ছে। পরীক্ষার প্রায় ৬ মাসের মাথায় ফল প্রকাশিত হচ্ছে। কাউন্সেলিং পর্ব হবে অনলাইনে,  এমনটাই ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি আরও জানিয়েছেন, জয়েন্টের ফল প্রকাশিত হবে অনলাইনে। কখন ফল প্রকাশ করা হবে, সেটা আধিকারিকরাই ঠিক করবেন।

এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। একাদশ শ্রেণি ও কলেজে স্নাতক স্তরে ভর্তির দিনও ঠিক হয়ে গিয়েছে। অতিমারির পরিস্থিতিতে জয়েন্টের ফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এতদিন একটা জল্পনা চলছিল।সেই জল্পনার অবসান হল। অবশেষে প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রাসের ফল।

Previous articleবিশাখাপত্তনমে ক্রেন ভেঙে মৃত কমপক্ষে ১১, আহত বহু
Next articleসুশান্তের মৃত্যু মামলা : বিহার পুলিশ সক্ষম, তাই সিবিআই তদন্তের দাবি করে না