শঙ্কর দলুইয়ের মুখে ‘জয় শ্রীরাম’, জল্পনা ঘাটালে

‘জয় শ্রীরাম’ বিজেপির স্লোগান নয়। এটা সমগ্র হিন্দুদের স্লোগান- দাবি ঘাটালেরই তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। ঘটনার সূত্রপাত সোমবার, রাখির বন্ধনের দিন। বিকেলে ঘাটালের রাস্তায় বিজেপির কর্মী-সমর্থকরা দলের পতাকা নিয়ে রাখি বাঁধছিলেন। সঙ্গে জয় শ্রীরাম স্লোগান। শঙ্কর দলুইয়ের অভিযোগ, তাঁকে দেখে আরও বেশি করে স্লোগান দিচ্ছিলেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। রাখির দিনে জয় শ্রীরাম কেন? তৃণমূল বিধায়ক প্রশ্ন করায়, বিজেপি সমর্থকরা আরও জোরে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। তখন শঙ্কর দলুইও পালটা জয় শ্রীরাম স্লোগান দেন।

তবে, তৃণমূল বিধায়কের এই ব্যাখ্যা মানতে নারাজ অনেকেই। কারণ, সোমবারই ঘাটালের কৃষি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির চেয়ারম্যান পদ থেকে শঙ্কর দলুইকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরই তাঁর গলায় জয় শ্রীরাম স্লোগান শুনে দুইয়ে দুইয়ে চার করা হচ্ছে।
শঙ্কর দলুই অবশ্য সব জল্পনা উড়িয়ে জানান, “দিদিই আমার সব। দিদিই আমায় দু’বার বিধায়ক করেছেন। আমি কোথাও যাব না। এসব যারা বলছে তারা কুৎসা রটাতেই এসব করছে। সবটাই উদ্দেশ্যপ্রণোদিত।” তবে বিজেপি নেতৃত্বের মতে এবার সবাইকেই নাকি ‘জয় শ্রীরাম’ বলতে হবে।

Previous articleভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়ি, চাঞ্চল্য এলাকায়
Next articleএবার ভাইরাসের থাবা সিউড়ি সংশোধনাগারে