করোনার বলি “স্টোনম্যান” তদন্তের ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক রবিন বসু

শহরে ফের করোনার বলি এক বিশিষ্ট চিকিৎসক। মহামারি আক্রান্ত হয়ে মৃত্যু হল বিশিষ্ট ফরেন্সিক মেডিসিন চিকিৎসক তথা আধুনিক ফরেন্সিক মেডিসিনের নামকরা অধ্যাপক ডাঃ রবিন বসুর। বেলেঘাটা আইডি হাসপাতাল তাঁর মৃত্যু হয়।

নব্বইয়ের দশকে রাজ্যের “স্টোনম্যান” আতঙ্কের আবহে তদন্তের নতুন দিশা দেখিয়েছিলেন রবিন বসু। ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে রবিন বসুর কৃতিত্ব এবং দক্ষতার কথা উঠে এসেছিল। স্টোনম্যান আতঙ্কের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট।

গত ২০ জুলাই প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতাল ভর্তি হন চিকিৎসক রবিন বসু। নমুনা পরীক্ষার পর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তাঁকে আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে গিয়ে শেষরক্ষা হলো না। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রয়াত চিকিৎসকের COPD ও ইস্কেমিক হার্ট ডিজিজও ছিল।

Previous articleশ্যামলদা এক আশ্চর্য বেঁচে থাকার নাম, অর্ক রাজপণ্ডিতের স্মৃতিচারণ
Next articleশ্যামলকাকু, অনেক পুরনো কথা মনে পড়ছে