মুড়ি মিলে লাইন দেওয়াকে ঘিরে বচসা। তার জেরে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার আট গ্রামে। রবিবার মুড়ি মিলের লাইন দেওয়াকে কেন্দ্র করে বিধান লেটর সঙ্গে স্থানীয় কয়েক জনের বচসা হয়। এরপর ওই দিন রাতে বাড়িতে ঢুকে কয়েকজন যুবক তাঁকে মারধর করে বলে অভিযোগ। বিধানকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হলে সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ।
