দুদিন পরেই দেশে শুরু হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

দুদিন বাদেই শুরু হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। জার্মান বিমান সংস্থা লুৎফানিসা জানিয়েছে, তারা এদেশের তিনটি শহরে ১৩ ই অগস্ট থেকে বিমান পরিষেবা চালু করবে। জার্মান বিমান সংস্থা লুৎফানিসা জানিয়েছে, তারা এই বিমান পরিষেবা চালু করতে চায় দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরু থেকে ফ্রাঙ্কফুর্টের মধ্যে এই বিমান চলাচল করবে। কেন্দ্রের সঙ্গে এই সম্পর্কিত দ্বিপাক্ষিক চুক্তিও ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে।
করোনার সংক্রমণ যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই কারণে আন্তর্জাতিক বিমান পরিষেবা বেশ কয়েক মাস বন্ধ রাখা হয়েছিল। লুৎফানিসার তরফে জানানো হয়েছে, মিউনিখ ও ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ভারতীয়দের করোনা পরীক্ষার জন্য সবরকম ব্যবস্থা তৈরি রাখছে এই আন্তর্জাতিক বিমান সংস্থা।

Previous articleঅনলাইনে কাউন্সেলিং-এর আবেদন স্কুল সার্ভিস কমিশনের
Next articleপ্রণববাবু আশঙ্কাজনক