ফের দিঘা মোহনায় ইলিশের ঢল, দামও নাগালের মধ্যে

বাঙালির সাধ মেটাতে মঙ্গলবারই ফের দিঘা মোহনায় উঠল ১৫০ টন ইলিশ । প্রায় ৮০- ৯০টি ট্রলার মঙ্গলবার এই বিপুল ইলিশ নিয়ে ফেরে। এই পরিমাণ ইলিশ ওঠায় আগামী কয়েকদিন দাম নাগালের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে।বর্ষার মরশুমে ইলিশ ছাড়া বাঙালির রসনাতৃপ্ত অপূর্ণ। ওদিকে করোনা সতর্কতায় লকডাউন চলছে পুরোদস্তুর। এ রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু ১৫ জুন থেকে ধীরে ধীরে ফের মৎস্যজীবীরা সমুদ্রে যেতে শুরু করেছেন। কিন্তু ঘটনা হল, সংক্রমণের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছিল দিঘায় মোহন মৎস্য নিলাম কেন্দ্রটি। ফলে মাছ বিক্রির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। শেষপর্যন্ত সরকারি সিদ্ধান্তে ১ জুলাই থেকে খুলে যায় দিঘার মোহনা।দিঘা ফিশ অ্যান্ড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত দিঘা মোহনাতেও সেভাবে প্রচুর পরিমাণে ইলিশ উঠছিল না। ফলে দাম কিছুতেই নাগালের মধ্যে আসছিল না। কিন্তু এদিন ভোরে দিঘা উপকূলে ১৫০ টন ইলিশ ধরা পড়েছে। এই বিশাল পরিমাণ ইলিশের বেশ কিছুটা কলকাতার বাজারে আসছে বলে খবর। ফলে ইলিশের দাম ৪০০ টাকায় নেমে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
অবশ্য ৪০০ – ৫০০ গ্রামের ইলিশের দাম কমলেও বড় ইলিশের দাম হাজারের নিচে নামবে না বলেই মনে করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার বিপুল ইলিশ বাজারে আসার খবর চাউর হতেই ব্যাগ হাতে দিঘার মাছ বাজারের দিকে ছুটেছেন সাধারণ মানুষ। পিছিয়ে ছিলেন না পর্যটকরাও।

Previous articleরিয়ার ফোনে চ্যাট ডিলিট! কেন ৪.৫ কোটির ফিক্সড ডিপোজিট একদিনে ভাঙা হলো?
Next articleপ্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি, বীরভূম থেকে হাওড়ায় চলছে হোমযজ্ঞ-পুজোপাট!