বুদ্ধগয়ায় বসবে ১০০ ফুটের সোনালি বুদ্ধ, তৈরি হচ্ছে কুমোরটুলিতে!

বুদ্ধগয়ায়  বসবে ১০০ ফুটের সোনালি বুদ্ধমূর্তি। দেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি এটি। আর এই মূর্তি তৈরি করছেন কুমোরটুলির বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল ।

ইতিমধ্যেই অনেকটা এগিয়েছে মূর্তি তৈরির কাজ। বুদ্ধ ইন্টারন্যাশানাল ওয়েলফেয়ার মিশন আগামী বুদ্ধপূর্ণিমায় বুদ্ধগয়াতে ১০০ ফুট দীর্ঘ এই মূর্তি প্রতিষ্ঠা করবে। জানুয়ারিতেই মৃৎশিল্পী মিন্টু পালকে এই কাজের বরাত দেওয়া হয়। লকডাউনের কারণে কিছুদিন বন্ধ ছিল বুদ্ধ মূর্তি তৈরির কাজ। কিন্তু তারপরে আবার কাজ শুরু হয়েছে জোর কদমে।

সম্পূর্ণ ফাইবার গ্লাস দিয়ে তৈরি হচ্ছে এই মূর্তি। বুদ্ধের শয়নমুদ্রার এই মূর্তির দৈর্ঘ্য হবে প্রায় ১০০ ফুট। তুলনাস্বরূপ, সারনাথে বুদ্ধের দাঁড়ানো মূর্তিটি প্রায় ৮০ ফুট।

Previous articleজোর করে কিছু চাপিয়ে দেয়নি রাজ্য সরকার: শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ সমিত রায়ের
Next articleসুশান্তর মানসিক অসুস্থতা বোঝাতে ফের নতুন গল্প ফাঁদলেন রিয়া