১৯ লক্ষ! জনপ্রিয় ডাক্তারের বিল মিটিয়েও মন খারাপ শ্যামনগরবাসীর

জনপ্রিয় চিকিৎসক। সকলে যখন দরজা বন্ধ করে দিচ্ছেন, তখন শ্যামনগরের প্রদীপ ভট্টাচার্য চেম্বার খুলে রোগী দেখে গিয়েছেন। কাউকে বিনা ভিজিটে, কাউকে ওষুধ কিনে দিয়ে, তো কাউকে চেনা-জানা নার্সিংহোমে ভর্তি করে পাশে দাঁড়িয়েছেন। আর এইভাবেই একসময় তিনি নিজেই আক্রান্ত হলেন অতিমারীতে। ভর্তি হলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। তারপর কয়েকদিন যমে-মানুষে টানাটানি। বাঁচানো গেল না ডাঃ প্রদীপ ভট্টাচার্যকে। সোমবারেই চলে গেলেন জনপ্রিয় মানুষটি। বাড়তে স্ত্রী আর ১৪ বছরের সন্তান চিরাগ। অন্যদিকে শ্যামনগরের মানুষ ডাক্তারবাবুর চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং শুরু করে। উঠে যায় প্রায় ১৫ লক্ষ টাকা! ঘটনা এই কলকাতায়, ভাবতেও অবাক লাগে।

তবে ঘটনার ট্যুইস্ট এরপরেই। মৃত চিকিৎসকের দেহ নিতে গিয়ে দেখা গেল বেসরকারি হাসপাতাল বিল করেছে ১৯ লক্ষ টাকার বেশি। এবারও সহায় শ্যামনগরের বাসিন্দাদের অনুরোধ গেল মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। অনুরোধ এলো স্বাস্থ্য দফতরের তরফ থেকেও। আলোচনার পর হাসপাতাল প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার টাকা কমায় হাসপাতাল। ফলে শ্যামনগরের বাসিন্দাদের অর্থেই হাসপাতালের বিল মেটানো সম্ভব হয়। জনপ্রিয় ডাক্তারের জন্য অর্থ সংগ্রহে এক রিক্সা চালকও ৭০টাকা দিয়েছেন। কিন্তু এতো করেও বাঁচানো যায়নি চিকিৎসককে। আর তাই অসাধ্য সাধন করেও মন খারাপ শ্যামনগরবাসীর।

Previous articleএবার হাওড়ায় জোর ধাক্কা গেরুয়া শিবিরে, দলে দলে বিজেপির নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে
Next articleশেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২,৯৩৬, মৃত্যু ৫৪