এসপি বালাসুব্রহ্মন্যমের শারীরিক অবস্থার অবনতি, রাখা হয়েছে আইসিইউ-তে

ভাইরাস আক্রান্ত জনপ্রিয় গায়ক এসপি বালাসুব্রহ্মন্যমের শারীরিক অবস্থার অবনতি। রিপোর্ট পজিটিভ হওয়ার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত ৫ অগাস্ট তাঁর রিপোর্ট পজিটিভ আসে । ১৩ তারিখ রাত থেকে তাঁর শরীরের অবনতি ঘটতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন লেবেল কমতে থাকে শরীরে। এর পরই তাঁকে হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে স্পেশ্যাল মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে। তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওই বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য বুলেটিনে জানানো   হয়েছে যে, আইসিইউ-তে ৭৪ বছরের শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের একটি দল তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন এসপি। সেখানেই তিনি জানান, গত কয়েকদিন ধরে শরীর একটু খারাপ ছিল। বুকেও সামান্য ব্যথা ছিল। সেই সঙ্গে ছিল ঠাণ্ডা লাগা, কাশি। শরীর অসুস্থ হতেই চিকিৎসা শুরু করেন তিনি। আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু দিন দিন তাঁর অবস্থার অবনতি হতে শুরু করায় চিন্তিত সকলে। শুধু বলিউড নয়, তামিল তেলেগু ছবিতেও তার গান মুগ্ধ করেছে সকলকে।

Previous articleপ্রত্যাশামতই রাজস্থানে আস্থা ভোটে জিতল গেহলট সরকার
Next articleস্বাস্থ্যের স্বাধীনতায় বহুতল ছেড়ে বস্তিবাসীর পাশে রুদ্রনীল