১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে রাজ্য, একগুচ্ছ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

আগামী ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে রাজ্য। পুলিশ কর্মীরা হলেন কোভিডের বিরুদ্ধে ফ্রন্ট লাইন যোদ্ধা। আর সেই কথা মাথায় রেখেই ২০টি পুলিশ বারাক তৈরি করছে রাজ্য সরকার। এছাড়া কলকাতা ও রাজ্য পুলিশের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। সেই সঙ্গে পুলিশের পদোন্নতিতে আগামী দিনে আর লিঙ্গভেদ রাখা হবে না।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বাহিনীর জন্য এই সুখবর দিয়ে বলেন, কোভিড যুদ্ধের সামনে থেকে লড়াই করছেন পুলিশ কর্মীরা। ১৮ জন প্রাণ দিয়েছেন। তাঁরা না চাইলেও ভিড়ের মধ্যে থাকতে হচ্ছে। থানায় বিক্ষোভ হচ্ছে। তাদের আটকাতে গিয়ে পুলিশকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। রাস্তায় জটলা। ট্রাফিক পুলিশরা আক্রান্ত হচ্ছেন। আবার যে বারাকে তাঁরা থাকেন, সেই জায়গাগুলো স্বল্প পরিসর বলে সংক্রমণ ছড়াচ্ছে। এই কারণে সরকার ২০টি নতুন বারাক তৈরি করবে। এছাড়া মুখ্যমন্ত্রী জানান, উঁচু তলার কর্মীদের সঙ্গে নীচুতলার কর্মীদের যোগাযোগ রাখার জন্য লিয়াঁজ অফিসার নিয়োগ করা হয়েছে।

Previous articleনবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, কী জানালেন তিনি
Next articleকার্শিয়াঙে বেড়াতে গিয়ে গাড়ি খাদে, মৃত শিলিগুড়ির ৫ যুবক