থমথমে বিশ্বভারতী চত্বর, ধৃত বেশ কয়েকজন অভিযুক্ত

পরপর দু’দিন অশান্তির পর মঙ্গলবার সকাল থেকে থমথমে বিশ্বভারতী চত্বর ও সংলগ্ন এলাকা। এদিন সকালে উপাচার্যের বাড়ির সামনে থেকে বিক্ষোভ তুলে নিয়েছেন পড়ুয়ারা। তাঁদের দাবি মেনে ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া শুরু করেছে৷

মঙ্গলবার সকাল থেকেই এলাকা শুনশান। ভাঙা অবস্থায় পড়ে মেলা মাঠের গেট। হামলা চালানোর ঘটনায় সোমবার ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও বিশ্বভারতীর তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।

Previous articleআইপিএল-এর স্পনসরশিপের দৌড়ে এগিয়ে দেশীয় সংস্থা টাটা সন্স
Next articlePM CARE-এর অর্থ NDRF তহবিলে জমা দেওয়ার প্রয়োজন নেই: সুপ্রিম কোর্ট