Friday, December 12, 2025

নতুন কেউ নন, তিন পুরোনো নেতার একজন হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি

Date:

Share post:

প্রদেশ কংগ্রেস সভাপতির নাম নিয়ে আলোচনা আর শেষই হচ্ছে না৷ তবে জানা গিয়েছে চলতি সপ্তাহেই সম্ভবত প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির নাম ঘোষণা হয়ে যেতে পারে। প্রদেশ কংগ্রেস নেতাদের এমনই ধারনা৷

AICC সূত্রের খবর, আগামী বছরের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সভাপতি নিয়োগ করা হবে৷ কোনও পরীক্ষা- নিরীক্ষায় দল যাবে না৷ আপাতত খবর, প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরি এবং আব্দুল মান্নান, এই তিন পরিচিত মুখের একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি হতে চলেছেন৷ এআইসিসি এমনই ভাবনাচিন্তা করছে।

কংগ্রেস সূত্রের খবর, দলের একাধিক জেলা সভাপতি প্রদীপবাবুকে ফের প্রদেশ সভাপতি করার অনুরোধ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, প্রদীপবাবু অভিজ্ঞ। বামেদের সঙ্গে তাঁর বোঝাপড়া ভাল। আবার প্রয়োজনে রাজ্যের শাসক শিবির তৃণমূলের সঙ্গেও তিনি কথা বলতে পারেন।

অধীর চৌধুরি আগেই জানিয়ে দিয়েছেন, নতুন কোনও মুখকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হোক। দল চালানোর কিছু পদ্ধতিগত পরিবর্তনের কথা বলেছেন তিনি। তবে সোনিয়া বা রাহুল গান্ধী ফের তাঁকে বাংলায় কংগ্রেসের ভার নিতে বললে তিনি যে ‘দলের সৈনিক’ হিসেবে তা পালন করবেন, সেই কথাও বলে রেখেছেন অধীরবাবু।

ওদিকে, আবদুল মান্নানের অবস্থান, রাজ্যে বিরোধী দলনেতা তথা পরিষদীয় দলনেতার পদ ছেড়ে দিয়ে তিনি প্রদেশ কংগ্রেসে যেতে রাজি নন। AICC যদি বিধানসভার পদে তাঁকে বহাল রেখে নতুন দায়িত্ব দেয় মান্নান রাজি৷

এ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি বাছাই নিয়ে এবার সিরিয়াস হাইকম্যান্ড। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, রাজ্যে দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে দফায় দফায় কথা বলে বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি নেতা গৌরব গগৈ তাঁর চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন দিল্লিতে।
গৌরবের ওই রিপোর্ট দেখার পর AICC-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল তিন বর্ষীয়ান নেতা, প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরি এবং আব্দুল মান্নানের সঙ্গে ফের কথা বলেছেন৷ প্রদেশ সভাপতি ঠিক করার আগে এত আলোচনা AICC করে না। এ বার বিধানসভা ভোটের আগে দলের যথাসম্ভব ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরাই তাদের লক্ষ্য। তাই টানা আলোচনা চলছে৷ প্রদেশ নেতাদের আশা, চলতি সপ্তাহের মধ্যেই নতুন প্রদেশ সভাপতি ঠিক হয়ে যেতে পারে।

spot_img

Related articles

সোনালির স্বাস্থ্যের খোঁজ সুপ্রিম কোর্টের: স্বামীকে ফেরানো নিয়ে রায় নতুন বছরে

বাংলাদেশ থেকে সদ্য দেশে, নিজের বাড়িতে ফেরা সোনালি খাতুনের স্বাস্থ্যের খোঁজ নিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে তাঁর...

গুজরাটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত ৫

ফের গুজরাটে (Gujrat) ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Under Construction)। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে ৫ জনের আহত হওয়ার...

শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ভেন্টিলেশনে খালেদা জিয়া!

অতি সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ার কারণে শারীরিক অবস্থার অবনতি হতেই...

প্যাটি বিক্রেতাদের উপর হামলাকারীদের সংবর্ধনা শুভেন্দুর! তীব্র ধিক্কার তৃণমূলের

ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। কারণ, বিগ্রেডের (Bridged) অনুষ্ঠানে যাঁরা গরিব...