Thursday, August 28, 2025

ফের ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে চলেছে বিশ্ববাসী? পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ফাটল বেড়ে দু’টুকরো

Date:

Share post:

ফের এক ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছে বিশ্ববাসী? এবার বিপদের আশঙ্কার কথা শোনাচ্ছে নাসা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ফাটল বেড়ে দু’টুকরো। ফলে, ওই এলাকায় পার্থিব সভ্যতাকে ভয়ঙ্কর সৌরকণা, সূর্যের বিকিরণ ও মহাজাগতিক রশ্মির ধাক্কা সামলাতে হবে। এর ফলে, বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি হতে পারে ওই এলাকা দিয়ে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের। ব্যাহত হতে পারে ওই এলাকার টেলিযোগাযোগ, বিদ্যুৎ সংযোগ ও নেভিগেশন ব্যবস্থাও।

নাসার রিপোর্টে বলা হয়েছে, গত ৫০ বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আরও দুর্বল হয়ে পড়েছে। দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপরে থাকা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ফাটল আকারে আরও বড় হয়েছে। শুধু তাই নয় ভেঙে গিয়ে দু’টুকরো হয়েছে। ক্রমশই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ফাটলটি বেড়েই চলেছে।

এরপর নাসার তরফ থেকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ওই এলাকায় আগামী দিনে সমূহ বিপদের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞানীদের মতে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ফাটল-বৃদ্ধির কারণ ভূ-প্রাকৃতিক। পৃথিবীর একেবারে অন্দরে গলিত লাভাস্রোত আর চৌম্বক অক্ষ বেশি ঝুঁকে থাকার জন্যই এই ফাটলের সৃষ্টি হয়েছে ও তার বৃদ্ধি ঘটছে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু দু’টি সঠিক ভাবে যথাক্রমে উত্তর ও দক্ষিণে নেই বলেও ফাটল বেড়ে চলেছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে।

পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রটি আমাদের গ্রহটিকে ঘিরে মহাকাশে কয়েক লক্ষ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এর অন্য নাম- ‘জিওম্যাগনেটিক ফিল্ড’। এই চৌম্বক ক্ষেত্রটিই ভয়ঙ্কর সূর্যের বিকিরণ ও বিষাক্ত মহাজাগতিক রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...