বিশ্বভারতী কর্তৃপক্ষ বয়কট করায় বৈঠকের ভবিষ্যৎ নিয়েই ধন্ধ

বিশ্বভারতীর ঘটনা নিয়ে বুধবারের বৈঠক থেকে কোনও সমাধান সূত্র পাওয়া গেল না। কারণ যাদের নিয়ে বৈঠক, সেই বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠক বয়কট করে।

কেন বৈঠক বাতিল করে বিশ্বভারতী কর্তৃপক্ষ?

১. বৈঠক বিশ্বভারতীর অন্দরে করার কথা হয়েছিল। তা মানা হয়নি

২. উপাচার্যর কাছে সময় না চেয়ে তাঁকে নির্দিষ্ট সময়ে হাজির হতে বলা হয়

৩. বিশ্বভারতী চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের সব স্তরের কর্মী, শিক্ষক, বুদ্ধিজীবীদের প্রতিনিধিরা উপস্থিত থাকুন। কিন্তু তা মানা হয়নি

কেন পাঁচিল? বিশ্বভারতীর যুক্তি…

১. মেলার মাঠের দু’ধারে পাঁচিল রয়েছে।

২. মেলার মাঠের গায়ে ব্যক্তি মালিকানার অধিকাংশ বাড়িতে পাঁচিল রয়েছে

৩. মেলার মাঠে মদের বোতল ও কন্ডোম পাওয়া যাচ্ছিল নিয়মিতভাবে

৪. মাঝে মধ্যেই অসামাজিক কাজকর্ম নিয়ে ঝামেলার মুখোমুখি হতে হয়েছে

Previous articleমালিতে সেনা অভ্যুত্থানের সমালোচনায় রাষ্ট্রসংঘ, প্রেসিডেন্টের মুক্তির দাবি
Next articleরাত পোহালেই করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে টানা দু’দিন পূর্ণাঙ্গ লকডাউন! সতর্ক প্রশাসন