বৃষ্টি চলবে ২৫ অগাস্ট পর্যন্ত ! বন্যা পরিস্থিতি একাধিক শহরে  

টানা পাঁচদিন একইভাবে চলবে বৃষ্টি । আর যার জেরে বন্যায় ভাসতে পারে একাধিক শহর । এমনই আশঙ্কার কথা শোনাচ্ছে মৌসম ভবন । এমনিতেই দিল্লি-সহ একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে জনজীবন ৷ বুধবার প্রবল বৃষ্টি শুরু হয় দিল্লি-এনসিআরে ৷

প্রবল বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়ায় রীতিমতো নাজেহাল অবস্থা দিল্লিবাসীর । প্রায় জলমগ্ন নয়ডা ও গুরুগ্রাম। রাস্তায় জল জমে থাকায় ব্যাহত যান চলাচল ৷ মৌসম বিভাগের তরফে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। দিল্লি ও এনসিআর-এ জারি করা হয়েছিল অরেঞ্জ অ্যালার্ট ৷ ঝড়ো হাওয়ার দাপটে ইতিমধ্যেই সাতটি বিভিন্ন এলাকায় গাছ পড়েছে। ভেঙে গিয়েছে বাড়ি ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, দিল্লিতে ২৫ অগাস্ট পর্যন্ত লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

দিল্লির পাশাপাশি কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, বিহার. অসম, তেলঙ্গানা, গুজরাত ও উত্তরপ্রদেশেরও একাধিক জায়গায় অতিভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ রাজ্যগুলির বিভিন্ন নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে ৷ এমন আবহাওয়া চলবে তাই মৌসম ভবন এর তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা।

Previous articleকলেজে ভর্তির তথ্য এবার পোর্টালে, উদ্যোগ রাজ্যের  
Next articleদেশ জুড়ে ক্যান্সারের বাড়বাড়ন্ত, আশঙ্কার কথা শোনাল আইসিএমআর