ফেসবুক পোস্ট নিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক

ফের বিতর্কে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত৷ তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরেই এবারের বিতর্ক। ফেসবুকে তিনি লিখেছেন, “দমবন্ধ হয়ে আসছে৷ মন চাইছে মুক্ত আকাশে মুক্তি”৷

তৃণমূল অন্দরের খবর, নিজের এলাকায় ব্লক স্তরের রদবদল নিয়ে রাজ্যসভার এক সাংসদের সঙ্গে তাঁর কার্যত কথা কাটাকাটি হয়৷ তারপরই বিধায়কের এই ফেসবুক পোস্ট, যা ঘিরে জল্পনা তৈরি হয়েছে । এই পোস্ট নিয়ে বিধায়কের বক্তব্য, তিনি করোনা পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত। সেই অভিব্যক্তির কথাই লেখা হয়েছে৷

এর আগেও তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তকে ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছিল। তিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ হওয়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল তিনিও হয়তো আর এক বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গেই বিজেপিতে যোগ দেবেন তিনি৷ কিন্তু সেবার নিজেই ফেসবুকে পোস্ট করে জল্পনার অবসান ঘটান৷ তিনি জানিয়েছিলেন, “বিজেপিতে যাচ্ছেন না তিনি, তৃণমূলেই থাকছেন।”

Previous articleকরোনা মোকাবিলার “মডেল” বাম শাসিত কেরল এখন সংক্রমণের গর্ভগৃহ
Next articleউপাচার্য সহ দু’পক্ষকেই কাঠগড়ায় তুলে বিশ্বভারতীর মর্যাদা ফেরাতে বুদ্ধিজীবীদের আবেদন