মদের দাম বাড়ছে, বার খুলবে ১ সেপ্টেম্বর থেকে

কমা দূরের কথা , মদের দাম বাড়তে চলেছে। মূল উদ্দেশ্য আয় বৃদ্ধি।
জানা গেছে, ১ সেপ্টেম্বর থেকে করের বৃদ্ধি কার্যকর হবে। অধিকাংশ ক্ষেত্রেই বাড়বে।
খুচরো বিক্রেতারা পুরনো রেটে ২৮/৮/২০ বিকেল পাঁচটা পর্যন্ত সামগ্রী তুলতে পারবে, যা ৩/৯/২০র মধ্যে বন্টন শেষ হবে। ঐ দিন রাত থেকে কর কাঠামো বদলাবে।
১ সেপ্টেম্বর থেকে বার খুলবে।

এই প্রস্তুতি চলছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তার আগে কিছু বদলাতেও পারে।

 

Previous article‘নিউ নর্মাল’ জমানায় ভোল বদলাচ্ছে সংসদের, সেপ্টেম্বরে শুরু হবে অধিবেশন  
Next articleপ্রবল দুর্যোগের আশঙ্কা! টানা ৫ দিন অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা