JEE এবং NEET পরীক্ষা নির্ধারিত দিনেই হবে, বিজ্ঞপ্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ‘ন্যাশানাল টেস্টিং এজেন্সি’-র তত্ত্বাবধানেই দেশজুড়ে JEE (MAIN) এবং NEET (UG) ইত্যাদি পরীক্ষা গ্রহণ করা হয়৷ মঙ্গলবার রাতে এই ‘ন্যাশানাল টেস্টিং এজেন্সি’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, JEE (MAIN) এবং NEET (UG) পরীক্ষা পূর্বঘোষিত নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখের কোনও পরিবর্তন হয়নি৷ বলা হয়েছে, JEE (MAIN) পরীক্ষা হবে ১ থেকে ৬ সেপ্টেম্বর এবং NEET (UG) পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর।

 

Previous articleকরোনা আবহের মধ্যেই খুলছে পশ্চিমবঙ্গ বিধানসভা, কবে থেকে জানেন?
Next articleনারদা কাণ্ডে ফের সক্রিয় ইডি! যা বললেন ম্যাথু-ববি