এক ভারতীয় যুবকের হাত ধরেই তৈরি হল ন্যানোর থেকেও সস্তা গাড়ি।আজমেরের বাসিন্দা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রবি পারোদা বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি করে ফেলেছেন একটা আস্ত গাড়ি। খরচ হয়েছে মাত্র ৪০ হাজার টাকা।
গাড়িটির টেস্ট রানও সেরে ফেলেছেন তিনি। তাঁর দাবি, গাড়িটি ১লিটার তেলে ৫০ কিলোমিটার যেতে সক্ষম। চার সিটের এই গাড়িটির ১৫০০ সিসি-র ইঞ্জিন। এখন তিনি মগ্ন গাড়িটি বায়ো-ফুয়েলে চলার উপযুক্ত করে তোলার কাজে ।
