জয়েন্ট ও নিট নিয়ে শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন ৬ রাজ্যের

দেশ জুড়ে অতিমারি পরিস্থিতির মধ্যে জয়েন্ট ও নিট পরীক্ষার আয়োজনে কেন্দ্রীয় নির্দেশ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করল ৬ টি রাজ্য। ছ’টি অ-বিজেপি রাজ্য হলো, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, রাজস্থান, পাঞ্জাব ও মহারাষ্ট্র।

আবেদনপত্রে বলা হয়েছে, ‘২০২০ সালের রিট আবেদন (সি) নম্বর ৮১২ মোতাবেক, গত ১৭ অগাস্ট আদালতের দেওয়া নির্দেশের পুনর্বিবেচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আবেদন করা হচ্ছে। এবং পরিস্থিতি বিচার করে মহামান্য আদালত মামলার যা রায় দান করা যথাযথ মনে করবেন, তা মেনে নেওয়া হবে।’

Previous articleগোয়া অথবা ছত্তীসগঢ়ের হয়ে আগামী মরসুমে খেলতে পারেন দিন্দা
Next articleএবার করোনার থাবা আন্দামানের বিলুপ্তপ্রায় উপজাতিদের ওপর!