সুশান্ত আত্মহত্যা করেন নাকি খুন হন, কী বললেন রিয়া?

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমেই জটিল হচ্ছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন তা নিয়ে ধন্ধে রয়েছেন খোদ তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। ইতিমধ্যেই নানা দিক থেকে সুশান্ত মৃত্যুর তদন্ত শুরু করেছে সিবিআই, ইডি এমনকী নারকোটিক কন্ট্রোল ব্যুরো। মামলায় প্রধান অভিযুক্ত সুশান্তের বান্ধবী রিয়াই। দীর্ঘ নীরবতার পর অবশেষে কয়েকটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রধান অভিযুক্ত রিয়া ইঙ্গিত দিয়েছেন, সুশান্তের মৃত্যু খুনও হতে পারে। ঘনিষ্ঠ মহলেও তিনি খুনের আশঙ্কা প্রকাশ করেছেন বলে খবর।

সুশান্তের মৃত্যু প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে রিয়া বলেন, আমি নিজেও সংশয়ে। কীভাবে ওর মৃত্যু হল? এটা আত্মহত্যা না খুন তা আমিও জানতে চাই। গত ৮ জুন সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসি আমি। তখন আমি অসুস্থ ছিলাম। ৮ তারিখ থেকে পরপর কয়েকদিন সুশান্তের বাড়িতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর দিদি মিতু সিং। ওইসময় সুশান্তর কী সমস্যা চলছিল বা ওখানে কী ঘটছিল তা তাঁর দিদিই ভাল বলতে পারবেন। আমাকে সুশান্ত শেষ মেসেজ করে ৯ জুন। লিখেছিল, হাউ আর ইউ বেবি? আমার খুব খারাপ লেগেছিল এটা ভেবে যে ও একবারও আমায় ওর কাছে ফিরে যেতে বলল না! আমি ভেবেছিলাম, আমি অসুস্থ বলেই হয়তো আমাকে দূরে ঠেলে দিচ্ছে সুশান্ত। মন খারাপ হওয়ায় আমি ওর ফোন নম্বরও ব্লক করে দিই। ১০ জুন সুশান্ত আমার ভাই শৌভিককে মেসেজ করে আমার খবর নেয়। সেই শেষ। তারপর আর যোগাযোগ হয়নি। এরপর ১৪ জুন দুপুরবেলা আমার এক বন্ধুর ফোন থেকে সুশান্তর খবর জানতে পারি। প্রথমে ভেবেছিলাম গসিপ, মিথ্যা খবর। পরে দেখি দুঃসংবাদটা সত্যি। আমি নিজেও জানি না, ১৪ তারিখ ঠিক কী হয়েছিল? মাত্র এই কদিনে এমন কী হল? এটা খুন না আত্মহত্যা? সত্যিটা আমিও জানতে চাই।

Previous articleটিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও নিট-জেইই পিছনোর দাবি পার্থর
Next articleবিক্ষুব্ধদের ‘নজরবন্দি’ রাখতে সংসদে বিশেষ কমিটি গঠন সোনিয়ার