ফের মিথ্যাচার! লাদাখে সীমান্ত লঙ্ঘনের দাবি ওড়ালো চিন

ফের মিথ্যাচার! লাদাখ সীমান্তে নতুন করে উত্তেজনা ও প্ররোচনা তৈরির অভিযোগ খারিজ করল চিন। তাদের দাবি, কঠোরভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) মেনে চলে চিন। তাদের বাহিনী কখনও সীমা লঙ্ঘন করে না।

এদিকে,গত ২৯ ও ৩০ অগাস্ট রাতে লাদাখে চিনা বাহিনী নতুন করে আগ্রাসন দেখিয়েছে বলে সোমবার জানান ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক। তা নিয়ে এদিন বেজিংয়ে প্রশ্নের মুখে পড়েন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। কিন্তু ভারতের অভিযোগ খারিজ করে ঝাও বলেন, চিনা বাহিনী কঠোরভাবে এলএসি মেনে চলে। তারা কখনও সীমা লঙ্ঘন করে না। ওই এলাকায় সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে আলোচনা জারি রয়েছে। এদিকে লাদাখে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় চুসুলে দুই দেশের ব্রিগেড কমান্ডার স্তরের বৈঠক শুরু হয়েছে বলে এদিন ভারতের তরফে জানানো হয়। তা নিয়ে প্রশ্ন করলে ঝাও বলেন, কূটনৈতিক ও সামরিক স্তরে দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে। নির্দিষ্ট কোনও বৈঠক বা আলোচনার কথা বলার হলে সময়মত তা প্রকাশ করা হবে।

 

Previous articleপ্রণব মুখোপাধ্যায়, একটি যুগের নাম
Next articleফের শোকের ছায়া বিনোদন জগতে, আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী