সুশান্তের মৃত্যুতদন্তে দীপেশের চ্যাটে নয়া মোড়

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্ত এগোতেই একের পর এক বিস্ফোরক তথ্য, চ্যাট সামনে আসছে। এবার সুশান্তের বাড়ির কেয়ারটেকার দীপেশ সাওয়ন্ত ও বন্ধু কুশল জাভেরির প্রকাশ্যে আসা একটি চ্যাট এই তদন্তকে অন্য মাত্রা দিল।সিবিআই তদন্তভার নেওয়ার পর প্রয়াত অভিনেতার ফ্ল্যাটের রাঁধুনি নীরজ সিং, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও ম্যানেজার দীপেশকে বারবার জেরা করেছে। তাঁরা তিন জনেই জানিয়েছেন, ১৪ জুন সকাল সাড়ে দশটা নাগাদ সুশান্তের ঘর থেকে কোনও সাড়া না পেয়ে তাঁরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। বারবার দরজা ধাক্কা দিচ্ছিলেন।কিন্তু বাস্তব বলছে অন্য কথা। দীপেশ ও কুশলের যে হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসেছে তা ১৪ জুন সকাল ১০টা ৫১ মিনিটের। দীপেশ হোয়াটসঅ্যাপে কুশলকে জিজ্ঞাসা করেছেন সুশান্ত সিং রাজপুতের ফ্লিপকার্ট অ্যাড রেভিনিউ-এর ব্যাপারে।বলেছেন,বিষয়টা জানতে চেয়েছেন সুশান্তই।চ্যাট বলছে, কুশল সেই মেসেজ দেখেন বেলা ২টো ৪৮ মিনিটে। ততক্ষণে সুশান্তের মৃত্যুর বিষয়টা জানাজানি হতে শুরু করেছে। কুশল পাল্টা জিজ্ঞাসা করেন, “ভাই ঠিক আছে তো? কোনও দরকারে হলে বল। পাঁচ মিনিটে পৌঁছচ্ছি”।

প্রশ্ন এখানেই, নীরজ, সিদ্ধার্থ, দীপেশের সিবিআইকে দেওয়া বয়ান অনুয়ায়ী সকাল সাড়ে দশটায় তিন জনই সুশান্তের দরজা খোলা নিয়ে ব্যস্ত ছিলেন। তাহলে কুশলকে এই মেসেজ করলেন কী করে? সেই মুহূর্তে এই বিষয়টা হঠাৎ গুরুত্বপূর্ণ মনে হয়েছিল দীপেশের?

আরও পড়ুন : সুশান্তের বাড়িতে সেই রাতে কারা এসেছিলেন?

Previous articleযতদিন বেঁচে থাকবো ততদিন মনের মণিকোঠায় থাকবেন প্রণবদা, স্মৃতিচারণা বুলা চৌধুরীর
Next articleজেরার মধ্যেই বাদানুবাদ, মাদকচক্র ইস্যুতে মামলা দায়ের রিয়ার বিরুদ্ধে