‌এবার পৃথিবীর সবথেকে কাছে আসবে গ্রহাণু, সতর্কতা নাসার

১ সেপ্টেম্বর পৃথিবীর সবথেকে কাছে আসতে পারে মারণ গ্রহাণু। ইতিমধ্যেই সর্তকতা জারি করেছে নাসা। 11 ES4 এই গ্রহাণু আকারে ছোট হলেও, পৃথিবীর থেকে দূরত্ব অনেক কম। আর তাই চিন্তা বাড়ছে নাসার।

দ্য জেট প্রোপালশন ল্যাবরেটরি জানিয়েছে, ১৯৮৭ সালে পৃথিবীর সব থেকে কাছে চলে আসে গ্রহাণু। যার দূরত্ব ছিল ২০ লক্ষ কিলোমিটার। কিন্তু 11 ES4 গ্রহাণুর দূরত্ব এখনও পর্যন্ত সব থেকে কম বলে জানাচ্ছে নাসা। নাসার পক্ষ থেকে বলা হয়েছে, পৃথিবীর থেকে এর আনুমানিক দূরত্ব থাকতে পারে প্রায় ১২ লক্ষ কিলোমিটার।

নাসা জানিয়েছে, ২০৩২ সালে ফের এমনই একটি গ্রহাণু পৃথিবীর কাছে চলে আসতে পারে। বিজ্ঞানীদের ধারণা, ওই গ্রহাণুর দূরত্ব ১২ লক্ষের কাছাকাছি থাকবে। তবে বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর কাছ দিয়ে গেলেও কোনও সংঘর্ষ হবে না গ্রহাণুর।

Previous articleচলচ্চিত্র শিল্পকে বাঁচাতে কেন্দ্রের কাছে সিনেমা হল খোলার আর্জি টলি তারকাদের
Next articleব্রেকফাস্ট নিউজ