বিষাদের মাঝে আলোর খোঁজে রবি ঠাকুরের কবিতা অবলম্বনে চেতলা অগ্রণীর থিম “দুঃসময়”

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু করোনা মহামারি আবহতে তা গভীর সঙ্কটের মুখে। তাই অন্যবারের মতো জৌলুস না থাকলেও এবারও মাতৃবন্দনায় ব্রতী হবে কলকাতার ঐতিহ্যবাহী চেতলা অগ্রণী দুর্গাপুজো কমিটি। করোনা আবহের মধ্যেই রবিঠাকুরের কবিতার পথ ধরে করে এবার চেতলা অগ্রণীর পুজোর থিম “দুঃসময়”।

এদিকে সপ্তাহ দুয়েকে পরই মহালয়া। এখানেও ব্যতিক্রম। ১৭ সেপ্টেম্বর দেবীপক্ষের সূচনা হয়ে গেলেও শাস্ত্রমতে এবার পুজো মহালয়ের একমাস পর। কিন্তু থেমে নেই চেতলা অগ্রণী। তাদের পুজো মন্ডপ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে।

চেতলা অগ্রণীর পুরো মন্ডপে রবিঠাকুরের দুঃসময় কবিতার প্রেক্ষাপট তুলে ধরা হবে । পুজোর থিম প্রসঙ্গে চেতলা অগ্রণীর অন্যতম কর্ণধার তথা রাজ্যের মন্ত্রী ফিরদাহ হাকিম বলেন, “ভীষণ এক দুঃসময় চলেছে। কিন্তু তা থেকে আমরা বেরিয়ে আসবই। কঠিন সময়ের মোকাবিলায় কবিগুরুর কবিতাই আমাদের এবারের থিম। যাতে এই সময় থেকে মুক্তি পেতে সকলে মানসিক জোর পাই। আগের সেই জাঁকজমক নেই। তবে মা যে দুঃসময়কে দূরে সরিয়ে দেবে সেই আশায় বুক বাঁধছে আপামর বাঙালি।”

আরও পড়ুন- সংসদেও প্রশ্ন করা যাবে না, বাদল অধিবেশনে থাকছে না ‘কোশ্চেন আওয়ার’

Previous articleসংসদেও প্রশ্ন করা যাবে না, বাদল অধিবেশনে থাকছে না ‘কোশ্চেন আওয়ার’
Next articleকেন্দ্রের জারি করা গাইডলাইন মেনেই রাজ্যে চলবে মেট্রো