Sunday, May 4, 2025

খাস কলকাতায় নাবালক পাচারচক্রের পর্দা ফাঁস

Date:

Share post:

লকডাউনের সকালে খাস কলকাতা থেকে ২১জন নাবালককে উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। উদ্ধার হওয়া নাবালকেরা সকলেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। তাঁদের বয়স ১৫ বছর থেকে ১৭ বছরের মধ্যে। একই সঙ্গে তাদের সঙ্গে থাকা তিনজন যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সূত্রে পেয়ে, রবিবার রাত থেকেই বাবুঘাটে ঘাঁটি গেড়েছিল কলকাতা পুলিশের একটি টিম। সোমবার সকালে নির্দিষ্ট সেই বাস ঢুকতেই পুলিশ ওই ২১জন নাবালক ও তাদের সঙ্গে থাকা ৩জন যুবককে আটক করে। ধৃতরা হল মহম্মদ এহসান, মহম্মদ আফজাল ও মহম্মদ চাঁদ। আফজালই এই পাচার চক্রের পাণ্ডা বলে জানতে পেরেছে পুলিশ। পরিকল্পনা ছিল, বিহার থেকে দূরপাল্লার বাসে করে নাবালকদের নিয়ে কলকাতায় এসে, সেখান থেকে তাদের দেশের বিভিন্ন শহরে পাচার করে দেওয়া হবে।

অভিযুক্ত তিন যুবক ও নাবালকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রের পিছনে বড় কোনও মাথা কাজ করছে। তাদের লক্ষ্য, গরিব পরিবারের ছেলেদের খাবার ও কাজের টোপ দিয়ে পাচার করা। সম্ভবত এই ২১জন নাবালককেও সেই টোপ দিয়েই পাচার করা হচ্ছিল।

সোমবার, উদ্ধার হওয়া নাবালকরা অত্যন্ত পিছিয়ে পড়া পরিবারের। অনেকেই ঠিক করে দুবেলা খাবার জোটে না। রোজগারের পাশাপাশি ভাল খাবারের প্রলোভনও তাদের দেখানো হয়েছিল বলে অনুমান। যে রায়না নাবালকরা জানিয়েছে, কলকাতার বিভিন্ন চায়ের দোকানে তাদের কাজ দেওয়া হবে বলে প্রলোভন দেখিয়ে ছিলেন আফজলেরা।

কিন্তু পুলিশের অনুমান, চায়ের দোকানে কাজ দেওয়ার কথা টোপ মাত্র। এদের পাচার করার ছক নিয়েই এখানে আনা হয়েছিল। কারণ, একসঙ্গে এতগুলি ছেলেকে এই পরিস্থিতিতে কোনো জায়গাতেই কাজ দেওয়া বাস্তব নয়।
এখন প্রশ্ন, কী উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল? অপরাধ বিশেষজ্ঞদের মতে, নাবালিকা, তরুণীদের মতোই নাবালকদেরও পশ্চিম এশিয়ার যৌন ব্যবসায় চাহিদা রয়েছে। সে জন্যই সম্ভবত এদের পাচার করার ছক কষা হচ্ছিল। এখন মধ্য প্রাচ্যে যৌন ব্যবসার জন্য নাবালকদের চাহিদা খুব বেড়ে গিয়েছে বলে সূত্রের খবর। সম্ভবত এই নাবালকদের বাংলাদেশ নিয়ে গিয়ে সেখান থেকে মধ্য প্রাচ্যের দেশে পাচারের পরিকল্পনা ছিল।

আরও পড়ুন- প্রোমোটারি রাজ: মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় দাঁড় করিয়ে রাখার অভিযোগ

spot_img
spot_img

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...