পর্তুগালের জার্সিতে “সেঞ্চুরি” হাঁকালেন রোনাল্ডো! CR-7 ইউরোপে একাই ১০০

রেকর্ডটা আগের ম্যাচেই হয়ে যেত। কিন্তু সেদিন তাঁকে মাঠে নামতে দেয়নি মৌমাছির কামড়। মৌমাছির বিষে পায়ের আঙুল ফুলে ঢোল হয়ে গেছিল। এবার রোনাল্ডোর বিষের ঝাঁঝ পেলো সুইডেন।

সোলনাতে সুইডেনকে ছোবল মারলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর চোখ জুড়ানো জোড়া গোল উয়েফা নেশনস লিগের ম্যাচে পর্তুগাল ২-০ গোলে হারালো সুইডেনকে। আর সেইসঙ্গে জাতীয় দলের জার্সিতে ৩৫ বছর বয়সে নিজের ১৬৫তম ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলে মাইলস্টোন স্পর্শ করলেন CR-7. পর্তুগালের জার্সিতে ১০০ গোলের অনন্য নজির গড়লেন কিংবদন্তি রোনাল্ডো।

২০০৩ সালে ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক। প্রথম গোলটা পেয়েছিলেন ২০০৪ ইউরোতে গ্রিসের বিপক্ষে। বিশ্ব ফুটবলের আঙিনায় তাঁর বর্ণময় কেরিয়ারে একের পর এক সাফল্য, গোলের ফুলঝুড়ির মধ্যে রোনাল্ডো জাতীয় দলে হয়েও গোল সংখ্যায় সেঞ্চুরি করলেন। যে গৌরব ফুটবল ইতিহাসে দুর্লভ।

শততম গোলের পর রোনাল্ডো

জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মাইলস্টোনের নজিরে রোনাল্ডোর সামনে এখন শুধু একজন। ইরানের আলী দাইয়ি। এখনও পর্যন্ত দাইয়ির গোল ১০৯টি। অবশ্য রোনাল্ডো তাঁকে যে টপকে যাবেন, তা নিয়ে কারও কোনও সংশয় নেই। ইউরোপে অবশ্য রোনাল্ডো একাই একশো। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে এর আগে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ফেরেঙ্ক পুসকাসের। হাঙ্গেরিয়ান কিংবদন্তি স্ট্রাইকারের গোল সংখ্যা ৮৪টি। সেটা অনেক আগেই ভেঙে দিয়েছেন পর্তুগিজ তারকা।

আরও পড়ুন- মাঠে দাঁড়িয়ে ৮ গোল হজম করলেন মেসিরা! চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের তেজে বিধ্বস্ত বার্সা

Previous articleBREAKING: কঙ্গনার অফিস-বাড়ি ভাঙচুরে স্থগিতাদেশ দিল বোম্বে হাইকোর্ট
Next articleকমিশন না পেলে গণবণ্টন বন্ধের হুঁশিয়ারি রাজ্যের রেশন ডিলারদের