“অপরাধকে আড়াল করাও অপরাধ”, রাজ্যের বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগ রাজ্যপালের

রাজ্যের বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
নিজের টুইটার হ্যান্ডলে এদিন পরপর দুটি টুইট করেন তিনি। সেখানে অভিযোগ করেন, সত্য প্রকাশিত হচ্ছে না। এমনকী তথ্য জানার অধিকারত এ রাজ্যে কোণঠাসা।
রাজ্যপালের মতে, স্বজনপোষণ, দুর্নীতিও এই সব অপরাধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে ধনকড় লেখেন, “কিসের ভয়, কেন লুকোনো হচ্ছে”। অপরাধকে আড়াল করাও একটা অপরাধ বলে মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি যবে থেকে রাজ্যপালের দায়িত্ব নিয়ে বাংলায় এসেছেন। রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত লেগেই রয়েছে। বিভিন্ন কারণে রাজ্যের শাসকদল তথা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন জগদীপ ধনকড়। এই পরিস্থিতিতে এবার সরকারের বিরুদ্ধে সত্যগোপন করার অভিযোগ করলেন রাজ্যপাল।

0

Previous articleরিয়া’র জামিনের আর্জির শুনানি হলেও রায় শুক্রবার
Next articleBREAKING: বিজেপিতে যোগ দিলেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক