ফের প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন অধীররঞ্জন চৌধুরি

ফের প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি৷ বুধবার এআইসিসির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন৷ গত ৩০ জুলাই প্রয়াত হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ মৃত্যুর প্রায় পাঁচ সপ্তাহ পর নতুন সভাপতির নাম জানালো দলের হাই কম্যাণ্ড৷ তবে এআইসিসির তরফে স্পষ্টভাবে জানানো হয়নি লোকসভায় কংগ্রেস দলনেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি, দু’টি পদই অধীর চৌধুরি সামলাবেন কি’না৷

২০১৮ সালের ২১ সেপ্টেম্বর আচমকাই প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো অধীররঞ্জন চৌধুরিকে৷ ২০১৪-র জানুয়ারি মাসে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে আসা সোমেন মিত্রকে করা হয়েছিলো প্রদেশ সভাপতি৷ সোমেনবাবুর প্রয়াণের পর প্রত্যাশিতইহভাবেই এআইসিসি সেই পদেই ফিরিয়ে আনলেন অধীরবাবুকে৷ অধীর চৌধুরি প্রথম দফার জমানায় কংগ্রেস কট্টর তৃণমূল বিরোধী অবস্থানে ছিলেন৷ যত বার তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্ন উঠেছে, অধীরবাবু তত বারই স্পষ্ট করে তা খারিজ করেছিলেন। দিল্লির নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, বাংলার কংগ্রেস অটল থাকবে তৃণমূলের বিরোধিতায়, অতীতে বার বার এ কথা বলেছেন অধীর। অধীর চৌধুরি সভাপতি হওয়ায় একদিকে যেমন বাম-কংগ্রেস জোট শক্তিশালী হবে, তেমনই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট বি আসন সমঝোতা পর্বে ঠান্ডা জল ঢেলে দেওয় হলো বলেই রাজনৈতিক মহলের অভিমত৷

আরও পড়ুন- চিটফান্ড কাণ্ডের “নায়ক” বাবুলের “Z প্লাস” নিরাপত্তা! বিজেপি সাংসদকে কটাক্ষ নুসরতের

প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এবার শেষপর্যন্ত তিনটি নাম ছিলো৷ অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য এবং আবদুল মান্নান ৷ গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হয়ে ওঠা অধীরবাবুর সভাপতি হওয়া প্রায় নিশ্চিতই ছিলো৷

পাল্লা ভারি ছিলো অধীরবাবুর দিকেই৷ এআইসিসির অন্দরে অঘোষিতভাবে দু’টি শিবির তৈরি হওয়ার কারনেই ধরে নেওয়া হয়েছিলো, নিজের ঘনিষ্ঠকেই প্রদেশ সভাপতি করবেন দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী৷ কংগ্রেস হাইকম্যান্ডের চিঠিতে জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন অধীর চৌধুরি ৷ একইসঙ্গে মুক্তকন্ঠে এআইসিসি জানিয়েছে, প্রয়াত সভাপতি সোমেন মিত্রের কংগ্রেসের প্রতি অবদান, দল কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে৷

আরও পড়ুন- শিল্প প্রসারে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, ২ থেকে ১০ কোটি টাকা ইনসেনটিভ

 

Previous articleচিটফান্ড কাণ্ডের “নায়ক” বাবুলের “Z প্লাস” নিরাপত্তা! বিজেপি সাংসদকে কটাক্ষ নুসরতের
Next article63 নম্বরে নাম! শিব- মেননকে ফোন ক্ষুব্ধ শোভনের