Saturday, November 29, 2025

৪০০ বছর ধরে হিমায়িত, উদ্ধার চমোইসের ‘বরফ মমি’

Date:

Share post:

৪০০ বছরের পুরনো ছাগলের দেহের সন্ধান মিলল ইটালির আল্পসে। বরফ ঘেরা পর্বতের এক অংশে আটকে ছিল হিমায়িত দেহাবশেষ। যা খুঁজে পান এক অভিযাত্রী। বহু পুরনো প্রাণীটির হিমায়িত মমি গবেষণার জগতে নতুন দিশা দেখাবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।

অভিযাত্রী হারম্যান ওবারলেচনার আল্পস পর্বতে একটি বরফের খাঁজে ছাগলের দেহাবশেষটি দেখতে পায়। এর নাম চমোইস।হারম্যান পর্বতে ছ’ঘণ্টা ধরে ওপরে উঠেছিলেন। তিনি পৌঁছন এমন এক জায়গায় যেখানে আগ হয়তো কোনও অভিযাত্রী  আসেইনি। দীর্ঘ কাজের সুবাদে তিনি বুঝতে পেরেছিলেন হিমায়িত জিনিসটি কোনও গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। তিনি খবর দেন আর্মিতে। বিশেষ হেলিপকপ্টার ওই প্রত্যন্ত এলাকা থেকে হিমায়িত মমিটি উদ্ধার করে।

আরও খবর : রিয়া-সৌভিকদের জামিন খারিজ

চমোইসিসের হিমায়িত দেহাবশেষ দেখে বিজ্ঞানীরা আশাবাদী দেহ সংরক্ষণে এবার নতুন পথের সন্ধান মিলবে। হারম্যান জানিয়েছেন, দীর্ঘদিন ওভাবে পড়ে থাকায় চমোইসিস অর্থাত্ ওই ছাগলটির ত্বক,চামড়া সম্পূর্ণ চুলহীন হয়ে গিয়েছিল।

১৯৯১ সালে ইতালীয় আল্পসেই অভিযাত্রীরা ৫,৩০০ বছরের পুরনো  মানুষের হিমায়তি দেহ পেয়েছিলেন।হিমায়িত বহু প্রাচীন দেহগুলোকে ‘আইস মমি’ হিসেবে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন।

চ্যাম্পিয়ন স্কিয়ার ওবারলেচনার ইতালীয়-অস্ট্রিয়ান সীমান্তের কাছে দক্ষিণ টাইরোলের প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পান চমোইসিসের দেহাবশেষ। প্রথমে তিনি বুঝতেই পারেননি জিনিসটা কী? পরে তাঁর গুরুত্বপূর্ণ মনে হওয়ায় জিনিসটি নামানোর চেষ্টা করেন।১০,৫০০ ফুটি উচ্চতায় প্রাকৃতিক ভাবেই সংরক্ষিত হয়েছিল ৪০০ বছরের পুরনো ছাগলের দেহ। খুব সাবধানতায় সেটা ওপর থেকে নামানো হয়।

জীববিদরা মনে করছেন, মিশরের মমি যেমন এক বিস্ময়, তেমনই প্রাকৃতিক বরফ মমিও এক বিস্ময়। কীভাবে প্রকৃতির কোলে এত পুরনো দেহ সংরক্ষিত হতে পারে তা যদি জানা যায় ভবিষ্যতে হিমায়িত মমি তৈরি করা সম্ভব হবে।

spot_img

Related articles

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...