Tuesday, November 4, 2025

৪০০ বছর ধরে হিমায়িত, উদ্ধার চমোইসের ‘বরফ মমি’

Date:

Share post:

৪০০ বছরের পুরনো ছাগলের দেহের সন্ধান মিলল ইটালির আল্পসে। বরফ ঘেরা পর্বতের এক অংশে আটকে ছিল হিমায়িত দেহাবশেষ। যা খুঁজে পান এক অভিযাত্রী। বহু পুরনো প্রাণীটির হিমায়িত মমি গবেষণার জগতে নতুন দিশা দেখাবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।

অভিযাত্রী হারম্যান ওবারলেচনার আল্পস পর্বতে একটি বরফের খাঁজে ছাগলের দেহাবশেষটি দেখতে পায়। এর নাম চমোইস।হারম্যান পর্বতে ছ’ঘণ্টা ধরে ওপরে উঠেছিলেন। তিনি পৌঁছন এমন এক জায়গায় যেখানে আগ হয়তো কোনও অভিযাত্রী  আসেইনি। দীর্ঘ কাজের সুবাদে তিনি বুঝতে পেরেছিলেন হিমায়িত জিনিসটি কোনও গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। তিনি খবর দেন আর্মিতে। বিশেষ হেলিপকপ্টার ওই প্রত্যন্ত এলাকা থেকে হিমায়িত মমিটি উদ্ধার করে।

আরও খবর : রিয়া-সৌভিকদের জামিন খারিজ

চমোইসিসের হিমায়িত দেহাবশেষ দেখে বিজ্ঞানীরা আশাবাদী দেহ সংরক্ষণে এবার নতুন পথের সন্ধান মিলবে। হারম্যান জানিয়েছেন, দীর্ঘদিন ওভাবে পড়ে থাকায় চমোইসিস অর্থাত্ ওই ছাগলটির ত্বক,চামড়া সম্পূর্ণ চুলহীন হয়ে গিয়েছিল।

১৯৯১ সালে ইতালীয় আল্পসেই অভিযাত্রীরা ৫,৩০০ বছরের পুরনো  মানুষের হিমায়তি দেহ পেয়েছিলেন।হিমায়িত বহু প্রাচীন দেহগুলোকে ‘আইস মমি’ হিসেবে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন।

চ্যাম্পিয়ন স্কিয়ার ওবারলেচনার ইতালীয়-অস্ট্রিয়ান সীমান্তের কাছে দক্ষিণ টাইরোলের প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পান চমোইসিসের দেহাবশেষ। প্রথমে তিনি বুঝতেই পারেননি জিনিসটা কী? পরে তাঁর গুরুত্বপূর্ণ মনে হওয়ায় জিনিসটি নামানোর চেষ্টা করেন।১০,৫০০ ফুটি উচ্চতায় প্রাকৃতিক ভাবেই সংরক্ষিত হয়েছিল ৪০০ বছরের পুরনো ছাগলের দেহ। খুব সাবধানতায় সেটা ওপর থেকে নামানো হয়।

জীববিদরা মনে করছেন, মিশরের মমি যেমন এক বিস্ময়, তেমনই প্রাকৃতিক বরফ মমিও এক বিস্ময়। কীভাবে প্রকৃতির কোলে এত পুরনো দেহ সংরক্ষিত হতে পারে তা যদি জানা যায় ভবিষ্যতে হিমায়িত মমি তৈরি করা সম্ভব হবে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...