Saturday, August 23, 2025

Breaking: সত্যজিৎ খুনে মুকুলের বিরুদ্ধে কী কী তথ্য পুলিশের হাতে, অথচ চার্জশিটে বাদ!

Date:

নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যাকান্ডে সোমবার চার্জশিট দিতে চলেছে সিআইডি। তাতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম আছে। অন্যদিকে বহু তথ্য তদন্তকারীরা জোগাড় করলেও উপরমহলের নির্দেশ, মুকুল রায়ের নামে এখন চার্জশিট দেওয়া যাবে না। তবে অতিরিক্ত চার্জশিটের দরজা খুলে রাখতে হবে। এনিয়ে ব্যাপক চর্চা তুঙ্গে। একই তথ্য ও সাক্ষ্যতে জগন্নাথকে চার্জশিট দেওয়া হলেও কেন মুকুল আপাতত বাদ, তা নিয়ে বহু বিশ্লেষণ চলছে।

এখন দেখা যাক, তদন্তকারীদের হাতে মুকুলের বিরুদ্ধে কী কী আছে। সূত্রের খবর, তালিকাটি এরকম-

1) এফ আই আরে মুকুল রায়ের নাম আছে।

2) এক সাক্ষী বলেছেন, স্বর্ণখালি মাঠে তিনি মুকুলকে বলতে শুনেছেন সত্যজিৎ থাকলে কাজ করা যাচ্ছে না। বাকিরা কিছু করতে না পারলে তিনিই যা করার করবেন।

3) এক সাক্ষী বলেছেন তিনি সরস্বতী পুজোর কিছুদিন আগে মুকুল রায়, জগন্নাথ সরকার, অভিজিৎ পুন্ডারি, সুজিত মন্ডল ও নির্মল ঘোষকে দেখেছেন একটি ঘরে বসে সত্যজিৎকে সরানোর বিষয়ে আলোচনা করতে।

4) এক সাক্ষ্য বলেছেন তিনি ফুলবাড়ি মাঠে ধৃত অভিজিৎ ও সুজিতকে কথা বলতে দেখেছেন। অভিজিত বলছিল “কাজটা” করতে পারলে মুকুল আর জগন্নাথ তাকে অনেক টাকা দেবে। সরস্বতী পুজোর দিন তারা কাজটা করবে।

5) এক সাক্ষী বলেছেন, সত্যজিৎ মৃত্যুভয় পাচ্ছিলেন। তিনি বলেছিলেন মুকুল তাঁর ক্ষতি করবেন; এমনকি বিজেপিতে যোগ না দিলে তিনি নিহত হতেও পারেন।

আরও পড়ুন- কর ফাঁকির অভিযোগ এ আর রহমানের বিরুদ্ধে! মাদ্রাজ হাইকোর্টের নোটিশ গায়ককে

6) নিহত সত্যজিত বিশ্বাসের স্ত্রী বলেছেন, সত্যজিত ভয়ে ছিলেন মুকুল ক্ষতি করবেন। বিজেপিতে যোগ না দিলে মারাও যেতে পারেন তিনি।

7) 17/2/19 রাতে অভিজিৎ পাণ্ডুরি তার জামাইবাবু বুদ্ধদেব মণ্ডলকে ফোনে বলে সে আত্মসমর্পণ করলে মুকুলকেও করতে হবে। তাই মুকুল রায় তাকে আত্মসমর্পণ করতে বারণ করেছেন। এই সংক্রান্ত ভয়েস স্যাম্পল সব পরীক্ষা হয়েছে।

উল্লেখ্য, তদন্তকারীদের রিপোর্টে জগন্নাথ সরকারের বিরুদ্ধে যে সব সাক্ষ্য ও তথ্য আছে, তার অনেকটা মুকুল রায়ের ক্ষেত্রেও ‘কমন’। অথচ, জগন্নাথের নাম চার্জশিটে থাকবে। মুকুলের নাম না রাখার নির্দেশ আছে। জল্পনা এখানেই। তাহলে কি গোপন কোনো যোগাযোগ চলছে? এনিয়ে কোনো পক্ষই একটি কথাও বলেনি। কিন্তু গন্ধ খুঁজছেন সবাই।

আরও পড়ুন- আদিবাসী দম্পতির মুণ্ডুহীন দেহ! হাড় হিম করা ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়ায়

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version