সাতসকালেই সৌমিত্র গ্রেফতার, উত্তপ্ত আসানসোল

সাতসকালেই উত্তপ্ত আসানসোল। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জির গ্রেফতারের প্রতিবাদে এদিন সকালেই প্রতিবাদ ধরণায় বসেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান। আধ ঘন্টা ধরণার পর তাঁদের গ্রেফতার করে পুলিশ। সৌমিত্রসহ দলের যুব নেতাদের আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। একসঙ্গে যুব মোর্চার সম্পাদক ও সভাপতি গ্রেফতার হওয়ার প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউতে প্রতিবাদ মিছিলে সামিল হয় যুব মোর্চার সমর্থকরা। পরে তাঁরা দলের সদর দফতরে বৈঠকে বসেন।

আরও পড়ুন : আর পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাইছে না রাজ্য সরকার?