Friday, January 2, 2026

কার্টুন শেয়ার করায় মারধর নৌসেনা কর্তাকে, প্রতিবাদ ভারতীয় সেনার প্রাক্তন অফিসারদের

Date:

Share post:

প্রাক্তন নৌসেনা কর্তা মদন শর্মার উপর হামলার ঘটনায় মহারাষ্ট্র সরকরের উপর ক্ষুব্ধ ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসাররা। যার জেরে বিপাকে পড়েছে উদ্ধব ঠাকরের সরকার। মদন শর্মাকে মারধরের যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনার প্রাক্তন অফিসাররা।

বিবৃতি জারি করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন সেনার আধিকারিকরা। তাঁরা লিখেছেন, “আমরা ভারতের গর্বিত নাগরিক। ইতিহাস সাক্ষী আছে, দেশের যাবতীয় সমস্যা, প্রতিকূল পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়িয়েছি আমরা। দেশের সুরক্ষার জন্য সব রকম সমস্যাকে উপেক্ষা করেছি। আমাদের এক প্রাক্তন কর্মীর সঙ্গে এই ধরনের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। ঘটনায় আমরা মর্মাহত। প্রাক্তন নৌসেনা মদন শর্মাকে শিবসেনার সদস্যরা যেভাবে মারধর করেছে, তা নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক।”

অভিযোগ প্রাক্তন নৌসেনা কর্তা মদন শর্মা হোয়াটসঅ্যাপে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি কার্টুন ফরওয়ার্ড করেছিলেন। এই ছবি তিনি শেয়ার করেছিলেন হাউসিং সোসাইটির সদস্যদের গ্রুপে। শুক্রবার সকালে তাঁর কাছে ফোন করে একজন তাঁর নাম, ঠিকানা জানতে চান। সেই তথ্য দেন প্রাপ্ত নৌসেনা কর্তা। ঐদিন দুপুরে কমলেশ কদম নামে একজন ফোন করে জানতে চান কেন তিনি এই কার্টুন শেয়ার করেছেন? বছর ৬৫- র বৃদ্ধ পাল্টা জিজ্ঞেস করেন, কার্টুন শেয়ার করলে সমস্যা কোথায়?

এরপরই তাঁর বাড়িতে চড়াও হয় শিবসেনা নেতারা। ইন্টারকমে ফোন করে বলা হয় সোসাইটির গেটে নেমে আসতে। নিচে নামার পরেই শিবসেনা সমর্থকরা তাঁকে আক্রমণ করে। নৌসেনা অফিসারের বাড়ির চত্বরে ঢুকে বেধড়ক মারধর করে তাঁরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাথি, ঘুষি মারা হচ্ছে তাঁকে। ফ্ল্যাটের ভেতরে তিনি ছুটে ঢুকে গেলে, টানতে টানতে ফের বাইরে নিয়ে আসা হয়। টেনে নিয়ে এসে ফের মারধর করা হয় তাঁকে। আঘাত এতটাই হয় যে শেষমেষ প্রাক্তন নৌসেনা কর্তাকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযোগ উঠেছে শিবসেনা নেতা কমলেশ কদম ও তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ শিবসেনা নেতাকে।

আরও পড়ুন-করোনায় প্রয়াত আওধের শেষ নবাবের প্রপৌত্র সাজ্জাদ আলি মির্জা

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...