মাতাল স্বামীকে শিক্ষা দিতে বউ কী করল দেখুন

মদ খেয়ে এসে বউকে গালিগালাজ, মনের সুখে পেটানোর নজির ভূরি ভূরি। কিন্তু কখনও দেখেছেন এর উল্টোটা!

আরও পড়ুন : দীর্ঘ ২১ মাস পর খুলল মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগান

সমস্ত মানুষেরই সহ্যের একটা সীমা থাকে। দিনের পর দিন মাতাল বরের মার, খিস্তি-খেউর সহ্য করতে না পেরে এবার পাল্টা প্রতিবাদ করলেন এক গৃহবধূ। মোদো-মাতাল স্বামীর নেশার ভূত তাড়াতে স্ত্রী কী করলেন স্বচক্ষেই দেখুন…

ভিডিওটি কোথায় তোলা তা জানা যায়নি। তবে চ্যালাকাঠ নিয়ে মারমুখী স্ত্রীকে দেখে অনেকেই সমর্থন করেছেন। একের পর এক মন্তব্যে লোকে বলেছেন, মাতাল বরকে বেধড়ক পিটিয়ে বউ উচিত শিক্ষা দিয়েছেন। অনেকে বলেছেন, এবার ওই স্বামীর মদ ছেড়ে দেওয়া উচিত।