আজ, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো ও মহালয়ার ভোরের আলো ফোটার আগেই কলকাতা বিমানবন্দরে নামলো লন্ডন থেকে আসা বিমান। এদিন ভোরেই আবার যাত্রী নিয়ে কলকাতা থেকে লন্ডনে পাড়ি দিলো এয়ার ইন্ডিয়ার এই বিমান। আর এর মাধ্যমেই দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান। ফের চালু হলো কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা। AI 011 কলকাতা থেকে দিল্লি। দিল্লি থেকে হিথরো। বিশেষ কারণে আজ সরাসরি গেল না।

বিমানবন্দর সূত্রে খবর, আপাতত সপ্তাহে দু-দিন চলবে কলকাতা-লন্ডন উড়ান। লন্ডন থেকে বুধবার এবং শনিবার কলকাতায় আসবে বিমান। বৃহস্পতিবার ও রবিবার তা উড়ে যাবে লন্ডনের উদ্দেশে। আপাতত ২৪ অক্টোবর পর্যন্ত “বন্দে ভারত” প্রকল্পে এই উড়ান চলার কথা হয়েছে।

এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “বন্দে ভারত” মিশন শেষ হয়ে যাওয়ার পরও চালু থাকবে কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা।

আরও পড়ুন-কেন্দ্রের অনুমতি মিললেও রাজ্যের আপত্তিতে এখনই খুলছে না ICSE বোর্ডের স্কুল
