রান্নার গ্যাস সিলিন্ডার কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকে  জানেন?

বেশিরভাগ বাড়িতেই রান্না এখন গ্যাসে হয়। এ জন্য এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়। জানেন কি এলপিজি গ্যাস কী!

এলপিজি হল লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাত্ তরল পেট্রোলিয়াম গ্যাস। এতে দাহ্য হাইড্রোকার্বন থাকে।

অনেক সময়ই বাড়ি ছেড়ে কর্মক্ষেত্রে যেতে হয়। হয়তো দু-তিন বছর বাড়ি ফাঁকা রাখতে হল।

জেনে নিন এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে বিপদের সম্ভবনা আছে কি না!

দশ বছর পর্যন্ত সিলিন্ডার রাখা যায়।

এর মধ্যে ক্ষতির সম্ভবনা থাকে না।

তবে যদি গ্যাস থাকে তাতে তাহলে খেয়াল রাখতে হবে যাতে লিক না করে

সিলিন্ডার অবশ্যই শুকনো জায়গায় রাখতে হবে

গ্যাসের ওপরের রেগুলেটর খুলে সিল ক্যাপ ভালোভাবে আটকে দিন যদি বাড়িতে দীর্ঘদিন না থাকেন

আরও পড়ুন : চিনের হয়ে চরবৃত্তির অভিযোগে দিল্লিতে গ্রেফতার সাংবাদিক-সহ ৩ জন

এলপিজি গ্যাসে গন্ধ হয় কেন?

রান্নার গ্যাসে তীব্র গন্ধ থাকে। আসলে এই গন্ধ ইচ্ছে করে দেওয়া হয়। তরল পেট্রোলিয়াম গ্যাসে মেশানো হয় ইথাইল মারক্যাপটন। যার জেরে গন্ধ হয়। যাতে গ্যাস লিক করলে দূর থেকে বোঝা যায়। আগেই সাবধান হওয়া যায়।

ওজন কত?

একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের ওজন ১৫.৩ কেজি।গ্যাসের পরিমাণ থাকে ১৪. ২ কেজি।

Previous articleদেখুন! নিজের আর স্ত্রীর কবর নিজেই কেটে রেখেছেন পীরজাদা
Next article“আগে উনি পদত্যাগ করুন!” জঙ্গি ইস্যুতে রাজ্যপালকে পাল্টা ববির