Friday, December 19, 2025

থালা নিয়ে তরজায় নিশানা ফের জয়া, প্রতিবাদ ‘শক্তিমান’ ও রণবীরের

Date:

Share post:

কঙ্গনা থেকে অভিনেতা-সাংসদ রবি কিষাণ বলিউডের মাদক নিয়ে সরব হওয়ায়, মুখ খুলেছিলেন জয়া বচ্চন। এবার থালা নিয়েই বচ্চন পরিবারের কর্ত্রীকে কটাক্ষ করলেন শক্তিমান মুকেশ খান্না। সরব হলেন অভিনেতা রণবীর সোরেও।

বলিউডের ফার্স্ট লেডি তথা সমাজবাদী পার্টি নেত্রী বিজেপি সাংসদ রবি কিষাণকে কটাক্ষ করেছিলেন, “যে থালায় খাচ্ছ সেই থালায় ফুটো করছো”।ব্যাঙ্গ করেছিলেন, ভোজপুরি অভিনেতা রবি কিষণকে। ক্ষুব্ধ রাজনীতিক রবি কিষণও চ্যালেঞ্জ করেছিলেন, “যে থালায় মাদক দেওয়া হয়, তা আমি ছেদ করবই”।

থালা তরজাতেই সরগরম মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। এ প্রসঙ্গে জয়ার পাশে দাঁড়িয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। তবে এবার জয়া বচ্চনের বিরুদ্ধে মুখ খুললেন শক্তিমান মুকেশ খান্না। ক্ষুব্ধ অভিনেতার বক্তব্য, “এটাতো অদ্ভুত ব্যাপার। ‌তদন্ত নিয়ে কারও মনে ক্ষোভ থাকলে সে প্রকাশ করতে পারবে না। কেউ বলতে পারবে না কোনটা ঠিক কোনটা ভুল”। শক্তিমানের সাফ কথা,  “এখানে আমাদের কেউ খাবার সাজিয়ে দেয় না। কঠোর পরিশ্রম করে খাবার জোগাড় করতে হয়”।

আরও পড়ুন : সংসদ অধিবেশনে পর্ণ, হাতেনাতে ধরা পড়লেন থাই সাংসদ

মাদক ও জয়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। সে জন্য তাঁকে প্রবল বিতর্কের মুখে পড়তে হয়। থালা নিয়ে জয়ার বক্তব্য যে ভুলই এবার তা জানিয়ে সরব হয়েছেন অভিনেতা রণবীর সোরেও।তিনি বলেছেন, “ জয়া বচ্চন থালি সাজান বচ্চন পরিবারের জন্য। তাঁদের ছেলেমেয়েদর জন্য। আমাদের জন্য পড়ে থাকে শুধু টুকরোই। আমাদের টিফিন আমরা নিজেরাই গোছাই। কেউ আমাদের কিছু দেয় না। আর ওঁর সুযোগ থাকলে সমস্তটাই বচ্চন পরিবারকে দেবেন”।

এ নিয়ে বর্তমানে দ্বিধাবিভক্ত বলি মহল। মূলত সেলেব-কিডরা জয়ার দিকে থাকলেও, বাইরে থেকে এসে খেটে জায়গা করা অভিনেতা- অভিনেত্রীদের সাফ কথা, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম আছেই। তাঁদের থালা সাজিয়ে দেওয়া হয়নি।যেটেকু পেয়েছেন সেটা খেটেই।

spot_img

Related articles

পর পর দুটি দুর্ঘটনায় বাঁকুড়ার মৃত ১, দফায় দফায় উত্তেজনা

  পর পর দুটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া। বাঁকুড়ার(Bankurah) বিষ্ণুপুরে (Bishnupur)চলন্ত বাইকে ধাক্কা মেরে উল্টে গেল বালিবর্তি ডাম্পার...

পদ্মাপাড়ে বাংলা সংস্কৃতির উপর আক্রমণ, নিন্দায় সরব পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিকরা

অগ্নিগর্ভ বাংলাদেশের (Bangladesh) উত্তেজনার পরিস্থিতিতে একের পর এক সংবাদমাধ্যমের অফিস ভাঙচুরের খবরের পাশাপাশি ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক কেন্দ্র...

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...