Saturday, August 23, 2025

কঙ্গনা-কাশ্যপ টুইট যুদ্ধ, চিনের সঙ্গে অভিনেত্রীকে লড়তে বললেন পরিচালক

Date:

বলিউডের অব্যাহত টুইট যুদ্ধ।

দ্বিধাবিভক্ত মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। কেউ কথা বলেন জয়া বচ্চনের পক্ষে। কেউ টিম কঙ্গনার। ঠোঁটকাটা কঙ্গনা রানাওয়াতের সঙ্গে প্রতিদিনই কারও না কারও বাক্যুদ্ধ বাধছে।

কঙ্গনাকে চিনের সঙ্গে লড়াইয়ের পরামর্শ দিয়ে সেই যুদ্ধে এবার নতুন ইন্ধন দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। পাল্টা ‘বলিউড কুইন’ পরিচালককে ‘নির্বোধ’ বলে কটাক্ষ করতে ছাড়েননি। বলেছেন, তিনি যদি সীমান্তে যান, সেক্ষেত্রে অনুরাগ যেন আগামী বছর অলিম্পিকসে নাম লেখান।

আরও পড়ুনবামেদের শ্রমজীবী ক্যান্টিনের পাল্টা এবার তৃণমূলের “মমতার মমতা”! কোথায় জানেন?

সুসান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই ‘নেপোটিজম’ নিয়ে শুরু হয়েছিল তরজা। এখন তাতে জুড়েছে মাদক যোগ।বলিউডের সঙ্গে মাদকের সম্পর্ক গভীর বলে সোচ্চার হয়েছেন অভিনেত্রী।বলিউডকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন। বলেছেন এখানকার ৯৯ শতাংশ তারকাই কোনও না কোন সময় মাদক নিয়েছেন। এ প্রসঙ্গে সাংসদ রবি কিষাণ সরব হওয়ায় তরজা বেধেছিল জয়া বচ্চনের সঙ্গে। জয়ার থালি বিতর্কে মুখ খুলেছিলেন কঙ্গনা।

আর এবার কথার যুদ্ধ অনুরাগের সঙ্গে।এর সূত্রপাত ১৭ সেপ্টেম্বর। টুইটারে কঙ্গনা লিখেছিলেন, তিনি ক্ষত্রিয়। গর্দান দিতে পারেন কিন্তু মাথা নিচু করতে পারবেন না। দেশের স্বার্থে জাতীয়বাদকে সমর্থন করবেন সবসময়। তারপরই অনুরাগ কাশ্যপ তাকে খোঁচা দিয়ে বলেন, “তুমি একাই মণিকর্ণিকা। এবার তাহলে বরং চিনের সঙ্গে লড়াইয়ে নামো। দেখিয়ে দাও, তুমি থাকতে তারা দেশের ক্ষতি করতে পারবে না”।

কঙ্গনার জবাব ছিল, “ঠিক আছে আমি সীমান্তে যাচ্ছি। আপনিও কিন্তু সামনের বছর অলিম্পিকসে যাবেন। দেশের স্বর্ণপদক প্রয়োজন”।এভাবে চলতে থাকা বাগযুদ্ধে যখন সরগরম টুইট থেরে বলিউড তখন কঙ্গনা ইতি টানেন। বলেন, “বারবার বিতর্কে জড়ালেও তিনি মোটেও লড়াকু নন। তর্ক অন্য কেউ শুরু করে। তাঁকে জবাব দিতেই হয়”।

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version