৩০ জন সাংসদ কোভিডে আক্রান্ত, কমতে পারে অধিবেশনের মেয়াদ

সংসদের বাদল অধিবেশন শুরুর পর থেকে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৩০ জন সাংসদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সম্প্রতি আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতীন গড়কড়ি। কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বিজেপির লোকসভা সাংসদ অশোক গাস্তি। সাংসদদের মধ্যে কোভিড সংক্রমণের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি গোটা দেশেও এখন সংক্রমণের হার ভীষণভাবে উর্ধমুখী। শোনা যাচ্ছে এই অবস্থায় সাংসদদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে চাইছে না সরকার। সংসদ সচিবালয় সূত্রে খবর, সংক্রমণ বাড়ার কারণে অধিবেশনের দিন কমানো হতে পারে। অধিবেশনের মেয়াদ অন্তত এক সপ্তাহ কাটছাঁট হতে পারে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

এমনিতে গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অধিবেশন ১ অক্টোবর পর্যন্ত চলার কথা। সংক্রমণ এড়াতে কোভিড স্বাস্থ্য বিধি মেনে ঢেলে সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে সংসদে। দিনের প্রথম অর্ধে রাজ্যসভা ও দ্বিতীয় অর্ধে লোকসভা বসছে। তারপরেও ৩০ জন সাংসদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুন- থানায় ওসির টেবিলে পা তুলে মিটিং করবো! সায়ন্তনের মন্তব্যে সমালোচনার ঝড়

 

Previous articleথানায় ওসির টেবিলে পা তুলে মিটিং করবো! সায়ন্তনের মন্তব্যে সমালোচনার ঝড়
Next articleঅপরাধ রুখতে কামরায় সিসি ক্যামেরা, মহামারি অবহেই অত্যাধুনিক লোকাল ট্রেন শিয়ালদহে