NIA তদন্তে চাঞ্চল্যকর তথ্য! বাংলা নয়, দক্ষিণ ভারতে সবচেয়ে বড় নেটওয়ার্ক আল-কায়দার

আল-কায়দা জঙ্গিদের নেটওর্য়াকিং শুধু পশ্চিমবঙ্গ বা কেরল নয়, দক্ষিণ ভারতের আরও রাজ্যে জাল বিস্তার করছিল। ধৃত জঙ্গিদের জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল NIA গোয়েন্দারা। বাংলা থেকে ৬ সন্দেহভাজন গ্রেফতার হলেও আল-কায়দা সবচেয়ে বেশি জাল বিস্তার করেছে দক্ষিণ ভারতে।

সূত্রের খবর, NIA তদন্তে উঠে এসেছে কেরলের পাশাপাশি তামিলনাড়ু, কর্ণাটক, ব্যাঙ্গালোর ও তেলেঙ্গনাতেও AQIS-এর গতিবিধির বড়সড় হদিশ পেয়েছে গোয়েন্দা সংস্থা। তদন্তে উঠে এসেছে, দক্ষিণ ভারতের এই সব রাজ্যেই অবাধ যাতায়াত ছিল আল-কায়দার সদস্যদের।

এরপর জঙ্গি ইস্যুতে ফের নতুন করে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি-সহ বিরোধীরা সন্ত্রাসবাদের আঁতুরঘর বলে যে অভিযোগ তুলেছিল, এখন দক্ষিণ ভারতজুড়ে আল-কায়দা জঙ্গিদের সবচেয়ে বড় নেটওয়ার্কের হদিশ পাওয়ার পর তা অন্য মাত্রা পেলো বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল!

Previous articleশেখ হাসিনা বাংলাদেশের মুখ্যমন্ত্রী! দিলীপ ঘোষের বক্তব্য রাজনৈতিক মহলে হাসির খোরাক
Next articleমাদক মামলায় নাম উঠে এলো দীপিকার! সমন পাঠাচ্ছে NCB