Wednesday, December 3, 2025

 দুই দলীয় সাংসদের সাসপেনশনের ঘটনার তীব্র নিন্দা তৃণমূল সাংসদদের

Date:

Share post:

দলের দুই রাজ্যসভার সাংসদ সাসপেন্ড হয়ে যাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূলের অন্যান্য সাংসদরা। বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য সংশোধনী দেন ডেরেক ও’ব্রায়েন। কিন্তু সেটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়। ধ্বনি ভোটে, অগণতান্ত্রিক উপায়ে বিল পাশ করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

লোকসভার সাংসদ সৌগত রায় বলেন, তিনি রাজ্যসভার সাংসদ নন, কিন্তু যে ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হল, তা সাংসদদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল। এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত বলে মত সৌগত রায়ের। ভোট না করে যে ভাবে স্রেফ ধ্বনি ভোটে রাজ্যসভায় কৃষি বিল পাশ করানো হয়েছে, ওই সাংসদরা তারই প্রতিবাদ করেছিলেন।

সাসপেন্ড করার নিন্দা করেন আরেক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটে লেখেন, বুলডোজার চালিয়ে কৃষি বিল রাজ্যসভায় পাশ করিয়েছে কেন্দ্র। সংসদীয় রীতির কোনও তোয়াক্কা করা হয়নি। মহুয়া মৈত্র প্রশ্ন তোলেন, কেন বিরোধীদের মোট সংখ্যা যাচাই করার সুবিধা দেওয়া হল না?  অধিবেশন কক্ষে অন্যান্য তৃণমূল সাংসদরাও এই সাসপেন্ড করার ঘটনার প্রতিবাদ জানান।

আরও পড়ুন-কৃষি বিল নিয়ে কৃষকদের উদ্দেশে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...