গরুপাচারচক্র ধরতে সিবিআই হানা সীমান্তরক্ষী কর্তার বাড়িতেও

গরুপাচারচক্র ধরতে দেশের বিভিন্ন রাজ্যে হানা দিয়েছে সিবিআই।
বাংলায় তল্লাশি চলছে রাজারহাট, ডোমকল, তপশিয়া, শিলিগুড়ি, লালগোলা, রঘুনাথগঞ্জ, কামদুনিসহ বারোটি জায়গায়। মূল পান্ডা এনামূলকে খোঁজা হচ্ছে।

এদিকে হানা হয়েছে বিএসএফ কর্তা সতীশ কুমারের ঝাড়খণ্ডের বাড়িতেও। তিনি সীমান্তে থাকাকালীন গরুপাচারে সহযোগিতা করতেন বলে অভিযোগ।
সূত্রের খবর, আরও একাধিক রাজ্যের একাধিক মহলকে লক্ষ্য করে ঘুঁটি সাজাচ্ছেন সিবিআই তদন্তকারীরা। আজ বুধবার ১২টি দলের তল্লাশি চলছে। এর বাইরেও আরও টিম রয়েছে।
গরুপাচারের ইস্যুতে হঠাৎ এখন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা স্বাভাবিক নয় বলে একটি বড় মহলের ধারণা। সূত্র বলছে, আইবির একটির রিপোর্টের উপর ভিত্তি করেই নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে সিবিআই।

আরও পড়ুন-গরুপাচার কান্ডে রাজ্যে তদন্তে নামল সিবিআই

Previous articleওপেনিং জুটিতে চমক দিয়েই আবু ধাবিতে আইপিএলের অভিযান শুরু করবে কেকেআর
Next articleনবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি?