Breaking: গরুপাচার কান্ডে রাজ্যে তদন্তে নামল সিবিআই

গরুপাচারচক্র ধরতে এবার সিবিআই তদন্ত।
মূল মামলা অন্য রাজ্যে দায়ের হয়েছে।
কিন্তু সূত্রের খবর, সেই তদন্তের সূত্রে বাংলায় অভিযানে নামছে সিবিআই।
একাধিক টিম তৈরি হয়েছে।

অভিযোগ, বিপুল টাকার বিনিময়ে ভারত থেকে গরু পাচার হয় বাংলাদেশে। এই চক্রকে যুগে যুগে মদত দিয়েছে রাজনীতি এবং পুলিশের একটি মহল। এখন বাংলার বিধানসভা ভোটের মুখে এই গরুপাচার ইস্যুতে তদন্তে ঝড় তুলতে চাইছে কেন্দ্র। এবিষয়ে নিশ্চিত করে এখনও সিবিআই কিছু বলেনি। তবে সূত্রের খবর, ভিনরাজ্যের একটি “লিঙ্ক”-কে ধরে বাংলা পর্যন্ত পৌঁছতে চাইছে সিবিআই তদন্তকারীরা। ভোটের মুখে হঠাৎ এই ইস্যু সামনে আসা নিয়েও জল্পনা চলছে। মূলত হিন্দুভোটের মেরুকরণের সম্ভাবনা থাকছে এই বিষয়টিতে। সিবিআই টিম বেশ কয়েকটি জায়গায় যাবে। এনিয়ে জল্পনাও তৈরি হচ্ছে। তবে কোনো মহল থেকেই কোনো ‘কনফার্মেশন’ এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন-করোনা যোদ্ধা দেবদত্তার রায়ের স্মরণে সমৃদ্ধ চন্দননগরের আর্কাইভ

Previous articleকরোনা যোদ্ধা দেবদত্তার রায়ের স্মরণে সমৃদ্ধ চন্দননগরের আর্কাইভ
Next articleসাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ করোনা বৈঠক মোদির