কতটা উপকারী ফেস শিল্ড? জানালেন বিশেজ্ঞরা

করোনাভাইরাস কীভাবে রুখবেন, তা এখন মোটামুটি সকলেরই জানা। বাজারে দেদার বিকোচ্ছে মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড। করোনা কালে এগুলি যেন পোশাকেরই অংশ হয়ে দাঁড়িয়েছে৷
অনেকের মনে প্রশ্ন, মাস্ক পরলে কি ফেস শিল্ড পরার দরকার আছে? নাকি মাস্কের বদলে ফেস শিল্ড পরলেই হবে? তবে জাপানের সুপার কম্পিউটার ফুগাকু বলছেন, ফেস শিল্ড ব্যবহার করা মোটেই সুরক্ষিত নয়।

আরও পড়ুন- ৩০০ কর্মীবিশিষ্ট সংস্থায় অনুমতি ছাড়াই ছাঁটাই, সংসদে পাশ শ্রম বিল
বিশেষজ্ঞদের মতে, প্রায় ১০০ শতাংশ বায়ুচালিত ড্রপলেট অনায়াসে প্লাস্টিক ফেস শিল্ডের মধ্যে দিয়েই শরীরে ঢুকতে পারে৷ এবং সেগুলি ৫ মাইক্রোমিটার থেকেও ছোট।
চিকিৎসা বিজ্ঞান বলছে, করোনার জীবাণু ছড়াতে পারে এরোসোল ট্রানমিশন ও ভেন্টিলেশনের মাধ্যমে। বাতাসে প্রায় দশ হাজার বিভিন্ন ধরণের ও মাপের ড্রপলেট থাকে৷ যা ১ মাইক্রোমিটার থেকে অনেক গুণ বেশি মাইক্রোমিটার পর্যন্ত রয়েছে৷ এই ছোটো ছোটো ড্রপলেটগুলি খুব সহজেই ফেস শিল্ডের ভিতর দিয়ে গলে গিয়ে শরীরে প্রবেশ করতে পারে৷
ফেস শিল্ডের পাশাপাশি, সব মাস্ক করোনার জন্য উপযোগী নয় বলে জানিয়েছেন বিশেজ্ঞরা। সুতি বা পলিয়েস্টার মাস্কে সেই প্রতিরোধ ক্ষমতা নেই। তুলনায় না বোনা ফ্যাবরিকের তৈরি মাস্ক করোনা বিরুদ্ধে বেশি সুরক্ষা দেয় বলেই জানিয়েছে ফুগাকু৷

Previous articleরোহিঙ্গাদের পাসপোর্ট দিতে সৌদি আরবের চাপ, মানবে না বাংলাদেশ
Next articleBig Breaking: করোনার জেরে মাধ্যমিকে সিলেবাস কাটছাঁটের ভাবনা, পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক