Big Breaking: সিবিএসই দ্বাদশের কম্পার্টমেন্ট পরীক্ষার ফল ১০ অক্টোবরের মধ্যে, আদালতে জানাল কেন্দ্রীয় বোর্ড

সিবিএসই দ্বাদশের কম্পার্টমেন্ট পরীক্ষার ফল প্রকাশ হবে ১০ অক্টোবরের মধ্যে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় বোর্ড। জুলাই মাসে প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ পরীক্ষার ফল। কিন্তু মহামারির জেরে বেশি কিছু পরীক্ষা বাতিল করে দেয় বোর্ড। হয়ে যাওয়া পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফলপ্রকাশ করা হয়। যেসব পড়ুয়ারা সংশ্লিষ্ট ফলে সন্তুষ্ট নয়, তাঁদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে বোর্ড।

বোর্ড জানিয়েছে, দশম শ্রেণীর ১ লক্ষ ৫০ হাজার ১৯৮ জন পড়ুয়া এবং দ্বাদশের ৮৭ হাজার ৬৫১ জন পড়ুয়া এই পরীক্ষায় বসেছে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দশমের পরীক্ষা। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে, ২২ সেপ্টেম্বর থেকে পরীক্ষা দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। বোর্ড আগেই জানিয়েছে, চলতি পরীক্ষায় ছাত্রদের প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Previous articleকৃষি বিল: কেন্দ্রের যুক্তি বনাম বিরোধিতার কারণ
Next articleবিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ চাই? একনজরে নিয়ম