অবশেষে শিকে ছিড়ল মুকুলের, হলেন সর্বভারতীয় সহ-সভাপতি

লক্ষ্য ২০২১-এর বিধানসভা ভোট। আর তাকে সামনে রেখেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার টিমে সহ-সভাপতির দায়িত্ব পেলেন মুকুল রায়। একইসঙ্গে বাড়লো বাংলার গুরুত্ব। আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে বাংলার গুরুত্বকে বাড়াতে একজন নয় তিন জনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল বিজেপিতে। অপ্রত্যাশিতভাবে অধ্যাপক অনুপম হাজরা হলেন দলের সর্বভারতীয় সম্পাদক এবং সাংসদ রাজু বিস্ত হলেন দলের সর্বভারতীয় মুখপাত্র।

তবে সমস্ত আলোচনার শীর্ষে কিন্তু বিজেপিতে মুকুল রায়ের গুরুত্বপূর্ণ পদ পাওয়া। মুকুল বিজেপিতে থাকবেন না তৃণমূলে ফিরবেন এই নিয়ে কম গুঞ্জন ছিল না। কৈলাস বিজয়বর্গীয় বিগত এক মাস ধরে মুকুলকে সঙ্গে নিয়ে রাজ্যে ঘুরে বেড়িয়েছেন। তখনই আভাস মিলছিল মুকুল হয়তো গুরুত্বপূর্ণ পদ পাবেন। সেই সম্ভাবনাই বাস্তব হলো।

কিন্তু লক্ষ্যনীয় বিষয় হল মুকুল-পুত্র শুভ্রাংশু রায় কোনও গুরুত্বপূর্ণ পদ পাননি‌। মুকুল ও অনুপম তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে গিয়ে গুরুত্বপূর্ণ পদ পেলেন। সদ্য রাজ্য কমিটিতে আসা মেয়র-মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের চাইতে মুকুল যে বিজেপির কাজ বেশি গুরুত্বপূর্ণ তা এই ঘটনাই প্রমাণ করে দিল।

বি এল সন্তোষ থাকছেন সাংগঠনিক সাধারণ সম্পাদক তাঁকে সাহায্য করবেন শিবপ্রকাশ।

আরও পড়ুন : ইমেলে প্রতারণার ফাঁদ, গ্রাহকদের সতর্ক করল এসবিআই

Previous articleলাল-সাদা শাড়িতে এস বি পার্কের পুজোর ঢাকে কাঠি দিলো আস্ত একটি রোবট
Next articleফোন জমা দিয়ে গ্রেফতারির শঙ্কা নিয়ে বাড়ি গেলেন দীপিকা