মোদির PM CARES-এ কেন্দ্রীয় সংস্থাগুলির ‘দান’ হাজার হাজার কোটি টাকা

PM CARES তহবিলে কার্যত বাধ্যতামূলকভাবেই সবক’টি নবরত্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান,ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা সংস্থা দিয়েছে কয়েক হাজার কোটি টাকা৷
সরকারি ওয়েবসাইটে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই অর্থ ‘স্বেচ্ছা অনুদান’৷

জানা গিয়েছে, PM CARES তহবিল গঠনের পর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এই তহবিলে জমা পড়েছে ৩,০৭৬.৬২ কোটি টাকা। এই হিসেব মার্চ মাস পর্যন্ত সময়সীমার৷ এপ্রিল থেকে আগস্টে আরও প্রায় ৫ হাজার কোটি টাকা ওই তহবিলে জমা হয়েছে বলে ধারনা করছে তথ্য জানার অধিকার আইনের সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷

PM CARES তহবিল সম্পূর্ণ ভাবে প্রধানমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রাধীন।
এই তহবিলের নিজস্ব বিধিতে বলা আছে, ” Prime Minister is the ex-officio Chairman of the PM CARES Fund and Minister of Defence, Minister of Home Affairs and Minister of Finance, Government of India are ex-officio Trustees of the Fund.” বলা আছে, PM CARES তহবিলে অনুদান কারা দিয়েছে তা জানানো যাবে না। কারণ এটি ‘পাবলিক অথরিটি’ নয়। RTI আইনেরও আওতাধীন নয়।

কিন্তু জমা হওয়া অর্থের পরিমান জানার একাধিক বিকল্প পথ ব্যবহার করে এক স্বেচ্ছাসেবী সংস্থা জানতে পেরেছে PM CARES তহবিলে ৩১ মার্চের মধ্যে জমা হয়েছে ৩ হাজার কোটি টাকা৷

এই তহবিল জমা হওয়া অর্থের পরিমান জানতে একাধিক সংস্থায় দাখিল করা RTI-এর উত্তরে ওই স্বেচ্ছাসেবী সংস্থা জানতে পেরেছে, সরাসরি সংস্থার তরফে নয়, সংস্থার কর্মচারীদের বেতন থেকে কেটেই একাধিক সংস্থা এই বিপুল পরিমান টাকা দিয়েছে PM CARES-এ৷ জানতে পারা তথ্য সম্পূর্ণ না হলেও আপাতত জানা গিয়েছে :

🔵 রিজার্ভ ব্যাঙ্ক, LIC-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক PM CARES তহবিলে প্রায় ২০৫ কোটি টাকা দান করেছে৷

⛔ কেন্দ্রের বিভিন্ন নবরত্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ৭টি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক, একাধিক শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ও বিমা সংস্থা এই তহবিলে দান করেছে ২০৪.৭৫ কোটি টাকা।

🔵 LIC, জেনারেল ইন্সুরেন্স কোম্পানি, ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক তাদের CSR বা সামাজিক দায়বদ্ধতা তহবিল ও অন্যান্য খাত থেকে আলাদাভাবে দিয়েছে ১৪৪.৫ কোটি টাকা।

⛔ অন্য ১৫টি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক ও প্রতিষ্ঠান এই তহবিলে দিয়েছে মোট ৩৪৯.২৫ কোটি টাকা।

🔵 নবোদয় স্কুল, IIT, IIM-এর তরফে ২১.৮১ কোটি টাকা দেওয়া হয়েছে৷

⛔ LIC-তে দাখিল করা আলাদা এক RTI-য়ের ভিত্তিতে জানা গিয়েছে, PM CARES-এ জীবন বিমা সংস্থা ১১৩.৬৩ কোটি টাকা দিয়েছে৷ ওই সংস্থার বিভিন্ন বরাদ্দ থেকে অর্থ সংগ্রহ করেই তারা দিয়েছে। এই টাকার মধ্যে কর্মীদের বেতন থেকে ৮.৬৪ কোটি, ১০০ কোটি দিয়েছে কর্পোরেট কমিউনিকেশন এবং ৫ কোটি এসেছে LIC-র গোল্ডেন জুবিলি ফাউন্ডেশন থেকে৷ LIC-র তরফে আরও ৫ কোটি দেওয়া হয়, যদিও তা জমার নির্দিষ্ট কোনও তারিখের উল্লেখ নেই।

⛔ SBI তাদের কর্মীদের বেতন থেকে PM CARES-এ দিয়েছে ১০৭.৯৫ কোটি টাকা। এর মধ্যে ১০০ কোটি দেওয়া হয় ৩১ মার্চ।

🔵 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্মীদের বেতন থেকে দিয়েছে ৭.৩৪ কোটি টাকা।

⛔ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি RTI-এর উত্তরে বিস্তারিত তথ্য না দিলেও জানা গিয়েছে:-

🔵 ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের কর্মীদের একদিনের বেতন PM CARES-এ জমা করেছে। মোট জমার পরিমান ১১.৮৯ কোটি টাকা।

⛔ কানাড়া ব্যাঙ্ক দিয়েছে ১৫.৫৩ কোটি টাকা।

🔵 ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র দিয়েছে ৫ কোটি টাকা।

⛔ SIDBI, স্মল ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PM CARES-এ জমা করেছে মোট ৮০ লক্ষ টাকা।

🔵 সেন্ট্রাল ব্যাঙ্ক তাদের কর্মীদের দু’দিনের বেতন, মোট ১১.৮৯ কোটি টাকা দিয়েছে৷

⛔ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি কর্মীদের একদিনের বেতন ১৪.৫১ লক্ষ টাকা PM CARES-এ দিয়েছে।

🔵 Insurance Regulatory and Development Authority of India বা IRDAI কর্মীদের বেতন থেকে দিয়েছে ১৬.০৮ লক্ষ টাকা।

⛔ নাবার্ডের দান ৯.০৪ কোটি টাকা। কর্মীদের বেতন থেকেই এই অর্থ এসেছে৷

🔵 ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক কর্মীদের বেতন থেকে দিয়েছে ৩.৮২ লক্ষ টাকা।

⛔ কর্মীদের বেতন বাদে অন্য ফান্ড থেকে PM CARES-এ অর্থ দিয়েছে যেসব সংস্থা, সেগুলো হল জেনারেল ইন্সুরেন্স কোম্পানি, CSR খাত থেকে ২২.৮ কোটি৷

🔵 SIDBI ১৪.২ কোটি,CSR খাত থেকে৷

⛔ ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক ২.৫ কোটি টাকা CSR খাত থেকে৷

🔵 AXIS ব্যাঙ্ক RTI-য়ের উত্তরে জানিয়েছে ২০১৯-২০ অর্থবর্ষ থেকে PM CARES-এ ১ কোটি টাকা দিয়েছে৷

আরও পড়ুন-কোয়ারেন্টাইনে থাকলে পোস্টাল ব্যালটে ভোট, জানাল কমিশন

Previous articleবাজারে সবজির দর আকাশছোঁওয়া, চাষিদের ভরসা আবহাওয়ার পরিবর্তন!
Next articleউত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী যা বললেন